সুরক্ষার অধিকার শিশুর অন্যতম অধিকার । যেকোনো ধরনের নির্যাতন ও সহিংসতা শিশুর বিকাশকে বাঁধাগ্রস্ত করে এবং শিশু মননে নেতিবাচক প্রভাব ফেলে। শিশুদের সুরক্ষিত পরিবেশ প্রদান তথা নির্যাতন ও সহিংসতামুক্ত রাখার ক্ষেত্রে বড়দের দায়িত্বের পাশাপাশি শিশুরাও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে। তারা সুরক্ষিত আচরণ সম্পর্কে জানতে পারে এবং অন্য শিশুদেরকেও জানাতে পারে। সম্ভাব্য নির্যাতনের ঝুঁকিতে চিৎকার করে ‘না’ বলে ‘সরে’ যাওয়া, নির্যাতনের ঘটনা গোপন না করে নির্ভরযোগ্য বড়দেরকে জানানো ইত্যাদি বিষয়ে শিশুরা সচেতন থাকতে পারে। ছোট শিশুরা গল্প পড়তে ভালোবাসে। গল্পের মাধ্যমে ‘সুরক্ষিত আচরণ’ সম্পর্কিত বিষয়গুলো শিশুদের কাছে আকর্ষণীয়, সহজবোধ্য এবং কার্যকরী হবে বলে আশা করা যায়। এতে করে একই সাথে শিশুদের পড়ার অভ্যাস তৈরি হবে এবং ‘সুরক্ষিত আচরণ’ বিষয়ক দক্ষতারও উন্নয়ন হবে। এই বিবেচনায় আন্তজার্তিক সংস্থা সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ-এর শিশুদের জন্য কর্মসূচি ‘গল্পে গল্পে শিশু সুরক্ষা’ নামক কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালার মাধ্যমে ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য শিশু সুরক্ষা বিষয়ক এই গল্পের বইটি লেখা হয়েছে। বড় শিশু বা কিশোর-কিশোরীরাও এই গল্পের বইটি থেকে শিশু সুরক্ষার ব্যাপারে উপকৃত হতে পারে। বইটি শিশুদেরকে হয়রানী ও অন্যান্য নির্যাতনের ঝুঁকি এবং হয়রানী ও নির্যাতনমুক্ত তথা শিশুদেরকে সুরক্ষিত আচরণ সম্পর্কিত ধারণা প্রদান এবং শিশু সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।
মােজাম্মেল হক নিয়ােগী। ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুরাশ্রম গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। বাবা ফজলুল হক নিয়ােগী বিমান বাহিনীর সৈনিক ছিলেন। মা সুফিয়া বেগম ছিলেন গৃহিনী। ছয় ভাই-বােনের মধ্যে তৃতীয়। শতাধিক বইয়ের রচয়িতা কঠোর পরিশ্রমী লেখক। স্বভাবে কোণঘেঁষা। নিভৃতচারী। বহুমাত্রিক লেখক। লেখার বিষয়ও বহুমাত্রিক: জীবনবােধ, লােকজ সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, ভাষাআন্দোলন, বাস্তবতা, পরাবাস্তবতা, জাদুবাস্তবতা ও বিজ্ঞান কল্পকাহিনি। প্রান্তিকী, জলের লিখন, ফাঁদ, কালবাতাস, কুহেলীকুহক, ঘূর্ণিবায়ু ও ধূসর কাবিন, ছায়াপথ, অরণি, অ্যাকোরিয়ামের মীনকন্যা, শেষ কথাটি যাও বলে ইত্যাদি উপন্যাস সমাজবাস্তবতার জীবন্ত দলিল। সত্তরের অধিক শিশুসাহিত্যের বই। বত্রিশের সবুজ পাতা, শরণার্থী শিবির থেকে, আগুনঝরা দিনগুলাে, রাজুদের বাড়ি আসার পর, ছােট মামা উল্লেখযােগ্য কিশাের-কিশােরী উপন্যাস। চৌদ্দটি গানের সুরমঞ্জরিত হয়েছে। কৃষ্ণপক্ষের জোছনা ও ‘গন্তব্য' নামে দুটি শর্ট ফিল্ম নির্মাণ করেছেন। প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক একাডেমিক বই আটটি এবং এগুলাের মধ্যে দুটি বই কয়েকটি বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বই। ইংরেজি ভাষাতে লেখা ও অনূদিত বই রয়েছে কয়েকটি। তিন বিষয়ে স্নাতকোত্তর (সমাজকল্যাণ, রাষ্ট্র বিজ্ঞান ও শিক্ষা)। চাকরি করেছেন সিসিডিবি, আইসিডিডিআর,বি, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, ইউনেস্কোসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে। বর্তমানে ব্রিটিশ কাউন্সিলে কর্মরত।