একটি বই সম্পাদনার ক্ষেত্রে বিষয় একটি গুরুত্বপূর্ণ অংশ। যিনি সম্পাদনা করেন তাকে অবশ্যই বিষয়ের মধ্যে থাকতে হয়। একই বিষয় অনেক ধরনের বই হতেই পারে। সে ক্ষেত্রে সম্পাদককে মাথায় রাখতে হয় যে, অন্যদের বিষয়ে যা আছে তার থেকে অবশ্যই আলাদা কিছু উপস্থাপন করতে হবে, যাতে পাঠক নতুনত্ব খুঁজে পায়। বিষয় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন আলাদা কিছু বা নতুন কিছু বইয়ের মধ্যে উপস্থাপন করাটা খুবই চ্যালেঞ্জের ব্যাপার। কারণ বঙ্গবন্ধুকে নিয়ে যত বইপত্র ও ডকুমেন্টরি রয়েছে, বঙ্গবন্ধুপ্রেমী বা গবেষকরা অনেকেই সে বিষয়ে অবগত। ফলে আলোচিত বই ‘বঙ্গবন্ধু ইতিহাসের অমৃত সন্তান’-এর সম্পাদক সরকার আবদুল মান্নানকে শ্রম, মেধা ও গবেষণার যথাযথ ব্যবহার করতে হয়েছে। বইটির সম্পাদক বইটি নিয়ে তার কথায় বলেছেন, ‘গ্রন্থভুক্ত প্রবন্ধগুলো নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই। কেননা, যারা লিখেছেন তারা অনেকেই বিচিত্র সূত্রে বঙ্গবন্ধুর সান্নিধ্য লাভ করেছেন। আবার অনেকে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত মানুষ এবং অসামান্য পাণ্ডিত্যের অধিকারী।’ বইটির সূচিপত্রের দিকে লক্ষ করলে এ কথার প্রামাণ মেলে। বইটিতে যাদের প্রবন্ধ সূচিবদ্ধ হয়েছে তারা হলেন―আবুল ফজল, ড. নীলিমা ইব্রাহিম, কবীর চৌধুরী, গাজীউল হক, আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন, রফিকুল ইসলাম, ফারুক চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, আবদুল গাফ্ফার চৌধুরী, প্রণব মুখার্জি, জহির রায়হান, এইচ টি ইমাম, শামসুজ্জামান খান, ড. মসিউর রহমান, তোফায়েল আহমেদ, আবেদ খান, সেলিনা হোসেন, ড. এ কে আব্দুল মোমেন, শেখ হাসিনা, ওবাদুল কাদের, ড. আতিউর রহমান, কামাল চৌধুরী ও শেখ রেহানা। স্বনামে খ্যাত এই ২৩ জন প্রবন্ধকারের লেখায় বঙ্গবন্ধুকে যে নতুন করে জানা যাবে সে বিষয়ে নিশ্চিত থেকেই বইটি সংগ্রহ করা যাবে। বঙ্গবন্ধুর ওপরে নামে-বেনামে অনেক বই বাজারে চালু আছে নানা উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে। প্রকৃত গবেষক ও লেখক হিসেবে সরকার আবদুল মান্নান পরিচ্ছন্ন ও পরীক্ষিত। ফলে তার সম্পদনা মননশীল হবে, এটাই প্রত্যাশিত। ইতিহাস বিকৃতি আর নানা ছদ্মবেশী রাজনীতির এই সময়কালে বঙ্গবন্ধুকে সত্যিকার অর্থে জানতে ও বুঝতে এটি একটি উপযুক্ত বই। ১৬০ পৃষ্ঠার চমৎকার বাঁধাই ও উন্নত মানের কাগজে মুদ্রিত বইটির প্রকাশকাল ২০২০ সাল।
ড. সরকার আবদুল মান্নান ১৯৬৪ সালের ২১-এ জুলাই চাঁদপুর জেলার মতলব থানার জহিরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাে. আবদুল হাকিম সরকার ও মাতা মমতাজ বেগম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৮৫ সালে সম্মানসহ স্নাতক, ১৯৮৬ সালে স্নাতকোত্তর, ১৯৯৫ সালে এমফিল এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি কলেজের সহযােগী অধ্যাপক। এবং বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ডের প্রধান সম্পাদক হিসেবে কর্মরত। সরকার আবদুল মান্নান গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। তাঁর প্রকাশিত গ্রন্থ : জগদীশ গুপ্তের রচনা ও জগৎ (২০০১); উপন্যাসে তমসাবৃত জীবন : নরেশচন্দ্র সেনগুপ্ত, জগদীশ গুপ্ত ও মানিক বন্দ্যোপাধ্যায় (২০০৩); বাংলা কথাসাহিত্য : আধুনিকতার কুশীলব (২০০৭); বাংলা কথাসাহিত্য : ভিন্ন স্বর ভিন্ন শৈলী (২০১০)। শিশুতােষ গল্পগ্রন্থ : দুষ্টু রাজকুমার ও অন্যান্য (২০১৩), সম্পাদিত শিশুতােষ গল্পগ্রন্থ : গল্পের আল্পনা (২০১০)।