বঙ্গ কী চেয়েছিলেন কী অপপ্রচার হয়েছে' গ্রন্থটি লেখক নওশের আলী হিরার প্রকৃত অর্থেই একটি ব্যতিক্রমি প্রয়াস বলে। আমি মনে করছি কারণ গ্রন্থটিতে লেখক বঙ্গবন্ধুর শাসনামলে প্রণীত মূলনীতিসমূহ ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র সহজবোধ্যভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে বঙ্গবন্ধুকে এবং তাঁর আদর্শকে সঠিক এবং পরিশিলিতরূপে উপস্থাপনের প্রানান্ত চেষ্টা করেছেন। পঁচিশ বৎসরের মৈত্রি চুক্তি যে চুক্তিটিকে ষড়যন্ত্রকারীরা অপরাজনীতিক শক্তি অপব্যাখ্যা, অপপ্রচার করে গোলামী চুক্তি হিসেবে আখ্যায়িত করেছিল, বঙ্গবন্ধুকে ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছিল, এ চুক্তির ধারাগুলো সন্নিবেশিত এবং বিশ্লেষিত হওয়ায় নতুন প্রজন্মের নিকট প্রকৃত সত্যটি উপস্থাপিত হবে বলে আমি মনে করি। গ্রন্থটিতে বঙ্গবন্ধুর আন্দোলন সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের ঘোষণা, মুজিব নগর সরকারসহ বঙ্গবন্ধুর রাষ্ট্র পরিচালনায় গৃহীত দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি জাতীয় সরকার ব্যবস্থা 'বাকশাল' এর গঠনতন্ত্র এবং কমিটি ও কার্যাবলী এবং বঙ্গবন্ধুর শেষ সংসদীয় ভাষল উপস্থাপিত হয়েছে, যা বঙ্গবন্ধুকে এবং তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিবে বলে আমার বিশ্বাস বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর আদর্শকে নতুনভাবে উপস্থাপনের লেখকের যে মহৎ উদ্যোগ তাকে আমি স্বাগত জানাচ্ছি।
লেখক, কবি ও গবেষক, নওশের আলী হিরা চিন্তা চেতনায় একজন প্রগতিশীল মানুষ। জন্মঃ ১৯৬৮ সালের ৫ ডিসেম্বর নড়াইল জেলার সদর উপজেলার সিংগিয়া গ্রামে। তার পিতার নামঃ মৃত শেখ দীন মােহাম্মদ (১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন)। মাতাঃ কামরুন্নেছা বেগম। শিক্ষাগত যােগ্যতাঃ বি,এস.এস(অনার্স) এম,এস,এস (লােক প্রশাসন বিভাগ) ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পুরস্কার পান। ২০১০ সালে জাতীয় কবিতা পরিষদ, গাজীপুর হতে সাহিত্যে সম্মাননা পুরস্কার পান। তার প্রকাশিত গ্রন্থ - ২৩ টি। উপন্যাস -১৫ টি ,কবিতা-১ টি,গবেষণা গ্রন্থ-৭ টি। তার পেশা- চাকুরী। তিনি বর্তমানে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় যুব উন্নয়ন অফিসার হিসাবে কর্মরত আছেন। মেধাবী এই লেখক লিখতে চান মানুষের জন্য।