উপন্যাসটিতে সময়ের তুমুল আলোড়ন উঠে এসেছে দু’জন নারী-পুরুষের আন্তরিক অথচ আক্রমণাত্মক সংলাপের মধ্য দিয়ে। যে-সংলাপ বা সম্পর্ক কখনোবা বিষণ্ণতা আর ক্ষুব্ধতায় ভরাঃ শেষ পর্যন্ত টক্সিক রিলেশনে পর্যবসিত। আপাতদৃষ্টিতে ভার্চুয়াল প্লাটফর্মে দু’জন নারী-পুরুষের কথালাপের চাপান-উতোরে কে কাকে ডিসকম্ফোর্ট জোনে ইয়ে করতে পারলো, অথবা উচ্চমন্য বা হীনমন্য করতে পারলো তা যতোটা না, যতোটা না জানাবোঝা রেফারেন্সের ভার, তার চে’ বরং দু’জনের নিভৃত কথামালায় আসঙ্গলিপ্সার পাশাপাশি সময়ের অনেক প্রাণবন্ত আড্ডার বহু পুংকণ্ঠস্বর একটি কণ্ঠস্বরে কিংবা বহু কণ্ঠস্বর একটি নারীস্বরে প্রতিধ্বনিত হয়েছে। আর যা কিছু ছড়ানো-ছিটানো কবিতা-গান-নাটক-চিত্রনাট্য-গ্রাফিতি-পোস্টার-ফটোগ্রাফি... উপচার...সব, সবকিছু, মার্ক জুকারবার্গের ফেসবুক, ইন্টারনেট... এটাসেটা, এই লেখায় অনায়াসে আত্মসাৎকৃত। শিল্পসাহিত্যের আলাপ-বিলাপ-রাজনীতিসহ নানাবিধ বিষয়ে ছোটো- ছোটো আখ্যানের ইনসার্টে আন-রোমান্টিক হাইপার টেক্সট এ-উপন্যাসের আধার। উপন্যাসটিতে সময়ের তুমুল আলোড়ন উঠে এসেছে দু’জন নারী-পুরুষের আন্তরিক অথচ আক্রমণাত্মক সংলাপের মধ্য দিয়ে। যে-সংলাপ বা সম্পর্ক কখনোবা বিষণ্ণতা আর ক্ষুব্ধতায় ভরাঃ শেষ পর্যন্ত টক্সিক রিলেশনে পর্যবসিত। আপাতদৃষ্টিতে ভার্চুয়াল প্লাটফর্মে দু’জন নারী-পুরুষের কথালাপের চাপান-উতোরে কে কাকে ডিসকম্ফোর্ট জোনে ইয়ে করতে পারলো, অথবা উচ্চমন্য বা হীনমন্য করতে পারলো তা যতোটা না, যতোটা না জানাবোঝা রেফারেন্সের ভার, তার চে’ বরং দু’জনের নিভৃত কথামালায় আসঙ্গলিপ্সার পাশাপাশি সময়ের অনেক প্রাণবন্ত আড্ডার বহু পুংকণ্ঠস্বর একটি কণ্ঠস্বরে কিংবা বহু কণ্ঠস্বর একটি নারীস্বরে প্রতিধ্বনিত হয়েছে। আর যা কিছু ছড়ানো-ছিটানো কবিতা-গান-নাটক-চিত্রনাট্য-গ্রাফিতি-পোস্টার-ফটোগ্রাফি... উপচার...সব, সবকিছু, মার্ক জুকারবার্গের ফেসবুক, ইন্টারনেট... এটাসেটা, এই লেখায় অনায়াসে আত্মসাৎকৃত। শিল্পসাহিত্যের আলাপ-বিলাপ-রাজনীতিসহ নানাবিধ বিষয়ে ছোটো- ছোটো আখ্যানের ইনসার্টে আন-রোমান্টিক হাইপার টেক্সট এ-উপন্যাসের আধার।