অবিমৃশ্যকারীদের দুর্বুদ্ধিতে সাময়িক লোভ ও লাভের হিসেব বড় করে দেখতে গিয়ে স্বাভাবিক নদীগুলোর সঙ্গে যথেচ্ছচারের ত্রুটি করেনি সভ্য মানুষ! আরও মর্মান্তিক যে, উন্নয়নের নামে বিরামহীন আত্মঘাতী নদী-শাসন! অথচ নদ-নদীর ইতিহাসই বাঙলার ইতিহাস। নদ-নদীর তীরে মানব সভ্যতা অগ্রগতির চিহ্ন এঁকে রাখে; মানুষের বসতি, কৃষির পত্তন, গ্রাম-নগর, বাজার-বন্দর, শিল্প-সাহিত্য, ধর্মকর্ম সবকিছুরই বিকাশ ঘটায়। দুর্বৃত্তদের বিপরীতে কল্যাণকামী মানুষের মননে রক্তক্ষরণ সচল রাখতে পারছে না নদীর নাব্যতা। আশাবাদী মানুষও নাছোড়বান্দা, বাইরে না হলেও ভেতরে তার নিজস্ব নদীতে লেগেই থাকে জৈবনিক জোয়ার। অদ্ভুত এক ভালোবাসায় নদীর জন্য আগলে রাখে সতর্ক প্রহরা। সেখানে উচ্ছ্বসিত উদ্দাম বন্যায় মানুষের বসতি ভাঙে নদী, আবার এই বন্যাই তার মাঠে মাঠে সোনা ফলায়। একত্রিশ জন বাংলাদেশ ও ভারতীয় লেখকের আশা-হতাশার সেই বাস্তব এবং একই সাথে কল্পনদীর আখ্যান ‘প্রিয় নদীর গল্প’। যেহেতু মানুষেরও কিছু দায় থেকে যায় প্রজ্ঞায়; সেই আকাক্সক্ষার কথামালাই নদীর স্রোতের মতো উচ্ছল এই গ্রন্থে। পাঠক এই হৃদয়-নদীর শীতল জলে স্নিগ্ধ হবেন এই আশা ন্যায্য। ‘সময় একটি নদী এবং গ্রন্থ হলো একটি নৌকা’Ñ ড্যান ব্রাউনের এই বাণীর মতো তাই নদী ও নৌকার অব্যাহত জয়যাত্রাই এ গ্রন্থের ঐকান্তিক অভিলাষ। -সত্যজিৎ রায় মজুমদার, লেখক ও গবেষক
লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ’র জন্ম ২৬ জানুয়ারি ১৯৮৪ কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর করেন। পালন করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমানে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বই-বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’ ও নদী-বিষয়ক অনলাইন পত্রিকা ‘রিভার বাংলা ডটকম’ এর। প্রকাশিত বইয়ের সংখ্যা আট। প্রথম গল্পগ্রন্থ ‘স্বপ্ন ও একটি গ্রাম’ প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে, দ্বিতীয় গল্পগ্রন্থ ‘সেদিন বৃষ্টি ছিল’ (২০১৫), ও তৃতীয় গল্পগ্রন্থ ‘চিরকুট’ (২০১৮)। এরপর প্রকাশিত হয় গবেষণা-জীবনী গ্রন্থ ‘সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি’ (২০১৮), ‘বাংলার মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী’ (২০২০)। সম্পাদনা করেন ‘ফজলুল হকের গল্পসংগ্রহ’ (২০২০), ‘সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম’ ও নদী বিষয়ক গ্রন্থ ‘প্রিয় নদীর গল্প’(২০২১) ২০১৯ সালে ‘সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি’ গ্রন্থের জন্য প্রবন্ধ, গবেষণা ও নাটক বিভাগে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন করেন।