ফিরে দেখা শহর কলকাতায় সাড়াজাগানো এগারোটি মামলাকে, ফিরে দেখা প্রতিটি ঘটনার রহস্যভেদের রুদ্ধশ্বাস চড়াই-উতরাই। কল্পনার গোয়েন্দাকাহিনির তদন্ত যদি হয় সবুজে সবুজ ইডেন গার্ডেন্স, তুলনায় বাস্তবের গোয়েন্দার চারণভূমি হল পাড়ার ছিরিছাঁদহীন মাঠ। রুক্ষ, রোম্যান্সবর্জিত। সেই রুক্ষ জমিতে সত্যানুসন্ধানের ফসল ফলানোর নেপথ্যকথা ধরা রয়েছে এই বইয়ে, অভিজ্ঞ আই পি এস অফিসার সুপ্রতিম সরকারের টানটান লিখনশৈলীতে। ১৯৪৮ থেকে ২০১০-এর বিস্তৃত সময়সীমায় লেখক বেছে নিয়েছেন বাস্তবের সেই কাহিনিগুলিই, যার প্রতিটি আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে কলকাতা পুলিশের ফেলু-ব্যোমকেশদের প্রাণান্ত পরিশ্রম, অনন্ত ধৈর্য, অপরাধ-মনস্তত্ত্বের নিপুণ কাটাছেঁড়া এবং মগজাস্ত্রের ম্যাজিক। কেন লালবাজারকে ‘স্কটল্যান্ড ইয়ার্ড' বলা হয়, তার নমুনা যেমন ধরা রয়েছে এ বইয়ের পাতায় পাতায়, পাশাপাশি স্টোনম্যান-বৃত্তান্তে রয়েছে কলকাতা পুলিশের ইতিহাসে বিরল ব্যর্থতার খতিয়ানও। তিন দশক আগের স্টোনম্যান মামলা কৌতূহলের নিরিখে আজও জনমানসে অবিসংবাদিত শীর্ষবাছাই। প্রামাণ্য বিবরণে সেই কৌতূহলের নিরসন ঘটিয়েছেন লেখক। 'গোয়েন্দাপীঠ লালবাজার'-এর প্রথম খণ্ড বাংলা অপরাধ-সাহিত্যে সূচনা করেছিল নতুন ধারার। সেই ধারাই অনায়াস সাবলীলতায় বহমান দ্বিতীয়তে।