প্রেরণাদায়ী অথবা আত্ম উন্নয়নমূলক বইও বলা যেতে পারে 'নিজকে বদলাতে হবে' বইটিকে।বইটির আকর্ষণীয় বিষয় আমরা আমাদের চারপাশের বিষয়বস্তুকে উদাহরণ কিংবা ব্যাখ্যা আকারে এখানে দেখতে পাবো।কোনো বিদেশি ভাষা শিখার ক্ষেত্রে যেমন বলা হয়ে থাকে,"তোমার আশেপাশের জিনিসগুলোর আগে অর্থ জানো..." ঠিক তেমনি লেখক এমনভাবে বইটিকে তুলে ধরেছেন যাতে পাঠকের মনের বাতায়ন উন্মোচিত করে নতুন দিগন্তরেখার সাথে পরিচিত করে তোলা যায়।
নিজেকে কীভাবে এগিয়ে রাখা যায় অন্যদের থেকে,নিজের সমস্যাগুলোকে চিহ্নিত করে সামনে এগিয়ে যাওয়া এবং সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয়গুলো খুবই সাবলীলভাবে লেখক বইটিতে ফুটিয়ে তুলেছেন।আমরা যেকোনো কাজ শুরু করতে চাইলে,যে মুহূর্তে সেটা নিয়ে চিন্তা করবো ঠিক সেই মূহুর্তটিই হবে কাজটি শুরু করার উপযুক্ত সময়।অর্থ্যাৎ,চিন্তাভাবনা না করে কাজে লেগে পড়তে হবে।
'A meaningful silence is always better than a meaningless words.' অর্থ্যাৎ,অকারণে অজস্র কথার ফুলঝুরি ছুটানোর চেয়ে চুপ করে থাকা অধিক শ্রেয় যদি সেটা হয় অর্থপূর্ণ! মানুষের কথার দ্বারাই তার শত্রু তৈরি হয়।ভুল জায়গায় ভুল কথা বলে ফেলার কারণে এমনও হয়েছে যে, জীবননাশের মতো ঘটনাও ঘটেছে!এজন্য আমাদের আসলে বুঝে শুনে কথা বলা উচিত।
মানুষ মানুষকে ভুলে যাবে সেটাই প্রকৃতির নিয়ম।ওই যে একটা কথা আছে না চোখের আড়াল হলেই মনের আড়াল? ঠিক তেমনটাই।আবার দেখা যায়, অতি প্রিয় মানুষগুলো স্বার্থে একটু ব্যাঘাত ঘটলেই কীভাবে গিরগিটির ন্যায় নিজেকে উপস্থাপন করে থাকে।
এছাড়াও,দেখা মিলবে বেশ কিছু সমাজের অসঙ্গতির কথা।যেগুলো আমরা অনেকেই জানি,কিন্তু মুখ ফুটে কেউ বলতে পারি না বা বলার সাহস করি না। যেটা লেখক অবলীলায় বর্ণনা করে গিয়েছেন।
প্রিয় বাক্যঃ -প্রত্যেক মানুষের চাহিদা নিরবচ্ছিন্ন সুখ খোঁজ নিয়ে দেখা যাবে,নিরবচ্ছিন্ন সুখ পাওয়া মানুষের সংখ্যা বিরল।(পৃষ্ঠা-১৩)
-ধৈর্য ধরে দুঃখ কষ্ট জয় করতে হবে।একাজটি যারা করতে পারেন তারাই জীবনে আনন্দ উপভোগ করতে পারেন।(পৃষ্ঠা-৩৬)
-একদিনে কিংবা রাতারাতি কোনো সাফল্যের শীর্ষে আরোহন করা যায় না।এজন্য প্রয়োজন সাধনা।(পৃষ্ঠা-৮৪)
-পৃথিবী বড় সুন্দর জায়গা।দেখার মতো চোখ থাকলে সবকিছু থেকে সৌন্দর্য উপভোগ করা যায়।(পৃষ্ঠা-১২৭)
ফোরকান আহমদ একজন আপ্রত্যয়ী, মননশীল ও রুচিশীল লেখক। মানুষের সুন্দর চরিত্র গঠন, নিজেকে আদর্শবান হিসেবে গড়ে তোলা, কি কি কাজ করলে মানুষের চরিত্র উন্নত হয় এবং কিভাবে একজন সৎও পরিশ্রমী মানুষ উন্নতি লাভ করতে পারে, তা তিনি তার প্রতিটি লেখায় সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। ছাত্রাবস্থায়। ১৯৬৫ সালে পটুয়াখালী সরকারি কলেজ ম্যাগাজিনে প্রথম লেখা ছাপা হয়। এরপর বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় তিনি লিখছেন। মূলত কবিতার মাধ্যমেই তার সাহিত্য জগতে প্রবেশ। ১৯৮১ সালে তার প্রথম কাব্যগ্রন্থ আকাঙ্ক্ষার সাগর প্রকাশিত হয়। কবিতা, গল্প ও প্রবন্ধ লেখায় তিনি সিদ্ধহস্ত। মননশীল প্রবন্ধ রচনা ঐ পুস্তক সমালােচনা লিখে ইতিমধ্যে যথেষ্ট খ্যাতি অর্জন কছেন। আমাদের সমাজে যারা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখে খ্যাতির শীর্ষে অবস্থান করছেন এক শতধিক লােকের জীবন ও কর্ম সম্পর্কে বাংলাদেশ উন্নয়ন পরিষদ কর্তক প্রকাশিত মসিক প্রদ্যোত পত্রিকায় সাক্ষাৎকার লিখে তিনি সুধী সমাজের প্রশংসা কুড়িয়েছেন। তিনি ১৯৭৮ সালে তদানিন্তন নয়াবার্তার বার্তা বিভাগে যােগদান করেন। এরপর অল্প সময়ের জনা বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করুন। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ উন্নয়ন পরিষদে যােগদান করেন এবং উন্নয়ন বিতর্ক নামক একটি জার্নালের সহকারী সম্পাদক হিসেবে ত্রিশ বছর যাবত দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এই জার্নালের নির্বাহী সম্পাদক। বাংলাদেশ উন্নয়ন পরিষদের একটি মাসিক পত্রিকা প্রত্যেকের (১৯৯৮-২০০২) দশ বছরেরও বেশি সময় সহযােগী সম্মানক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সাল থেকে তিনি বাংলাদেশ ঊন্নয়ন পরিষদের প্রকাশনা বিভাগের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। অধুনালুপ্ত মসিক নতুন চরিত্র নামক একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এছাড়া তিনি অন্তত দশটি মর্যাদাবান 'অনিয়মিত সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। ফোরকান আহমদ একজন সৃজনশীল প্রকাশক। তিনি পালক পাবলিশার্সের স্বত্বাধিকারী। ১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে পালক পাবলিশার্স প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে তিনি শ্রেষ্ঠ প্রকাশক হিসেবে। পুরস্কার লাভ করুন। ২০১১ সালে আবহমান সামাজিক সংগঠন তাকে বিশিষ্ট লেখক ও প্রকাশক হিসেবে পুরস্কার প্রদান করে। এ পর্যন্ত ছয় শতাধিক সুন্দর ও রুচিশীল বই এখান থেকে প্রকাশিত হয়েছে। এখান থেকে যে সব লেখকের বই প্রকাশিত হয়েছে তার মধ্যে বেশ কয়েকজন বেগম রােকেয়া পদক, বাংলাদেশ শিশুএকডেমী পদক পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক । স্বাধীনতা পদকসহ বহু পুরস্কার পেয়েছেন। ১৯৭০ সালে দক্ষিণ পানপট্টি যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সমাজকল্যাণমূলক কালের সাথে জড়িয়ে পড়ে। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি জীবন সদস্য বাংলা একাডেমি, বাংলাদেশ উন্নয়ন পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ক গ্রাজুয়েট, জাতীয় অন্ধল্যাণ সমিতি। সভাপতি- সমীক্ষা লেখক গােষ্ঠী, সভাপতি- দশদিগন্ত আর্থ-সামাজিক সংগঠন, প্রতিষ্ঠাতা সভাপতি- আবহমান সামাজিক সংগঠন, পটুয়াখালী সাংবাদিক ফোরাম, বরিশাল বিভাগ কল্যাণ সংস্থাসহ বহু সামাজিক স্ব সংস্কৃতিক প্রতিষ্ঠান্ত্রে সাথে জড়িত। ফোরকান আহমদ ১৯৫৯ সালের ১২ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উপজেলার পানপট্টিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আমীর হোসইন মোল্লা এবং মায়ের নাম আংকেজ বানু। মায়ের ব্যক্তিগত লাইব্রেরি থেকে তারাশংকর, মানিক বন্দোপাধ্যায়, শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়, আকবর হােসেন, বনফুল, নীহার রঞ্জন গুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল। ইসলামের বই পড়ে শৈশব থেকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ হন। তিনি ১৯৭৪ সালে বীরপাশা হাইস্কুল থেকে এসএসসি, ড. মুহাম্মাদ শহীদুল্লাহ কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এমএ ডিগ্রী লাভ করেন ১৯৮৪ সালে। ২০১৫ সালে তিনি পবিত্র হজব্রত পান করেছেন।