গত একশো বছরে বড় সারা বিশ্বে ২০২১ সালে এমন একটি মহামারী ছড়িয়ে পড়েছে। গত ফেব্রুয়ারিতে যার প্রকোপ এসে পড়ে বাংলাদেশে গত মার্চ মাসে। গোটা বিশ্বে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। চীনের পর স্পেন, ইতালি, ব্রিটেন, ফ্রান্সে প্রচণ্ড ধাক্কা আসে। বাংলাদেশ তার বাইরে ছিলো না। সারা বিশ্বে এ থেকে পরিত্রাণের জন্যে ব্যক্তিপর্যায়ে আইসোলেশন এবং সামষ্টিক পর্যায়ে লকডাউন বেছে নেয়। এই আইসোলেশন ব্যক্তিপর্যায়ে গভীরে সর্বদা কাজ করে। নাগরিক জীবন এক অর্থে আইসোলেশন জীবন। আমি এপ্রিল মাস থেকেই প্রায় দুই মাস এই করোনা, লকডাউন ও আইসোলেশন তীব্রভাবে অনুভব করতে থাকি। আমার নিজেকে প্রকাশের মাধ্যম কবিতা। প্রায় প্রতিদিন আমি এক-দুটি করে করোনা নিয়ে বিশ্বের মানুষ ও দেশের মানুষের নিত্যসময় কিভাবে কেটেছে লিখতে থাকি। একসময় প্রিয় প্রকাশক আবু এইচ ইউসুফ সাহেব আমাকে বই করার পরামর্শ দেন। তাঁরই অনুপ্রেরণায় আমি শেষ পর্যন্ত পাণ্ডুলিপি তৈরি করতে সক্ষম হই। আমি মনে করি, কবিতাগুলো এ বছর বাস্তবতাকে উপস্থাপন করেছে এবং ভবিষ্যতে করোনাকালের দলিল হয়ে থাকবে। বইটি প্রকাশ করার জন্যে আমি প্রিয় প্রকাশকের কাছে ঋণী রইলাম। —ভাস্কর চৌধুরী