পাঁচজন তরুণ। একজন তরুণী। একটি খুন। না কোনো লাশ, না কোনো পুলিশ কেইস। ‘পারফেক্ট মার্ডার’ বলে কিছু আছে জগতে? অপরাধবিজ্ঞানীরা বলছেন, নেই। যে মার্ডারের কোনো কিনারা করা যায় না, যে মার্ডার করে খুনী কখনও ধরা পড়ে না- সেটিই আপাত পারফেক্ট মার্ডার। তবে, আদতে কোনো মার্ডারই ‘পারফেক্ট’ থাকে না, কেননা, খুনীরা সবসময়ই কোনো না কোনো সূত্র রেখে যায় পেছনে। উড্ডয়নসূত্রে বর্ণিত হয়েছে একটি ‘পারফেক্ট মার্ডার’-এর গল্প, যাতে খুনের সূত্র তো দূরের কথা, একটা খুন যে হয়েছে-সেটাই জানা যায় না কখনও। এমনকি যে মানুষটা খুন হয়েছে, তার পরিবারের মানুষগুলো পর্যন্ত তা জানতে পারে না। আর যে খুনের অস্তিত্বই নেই, সেখানে খুনীর ধরা পড়ার তো প্রশ্নই আসে না। উড্ডয়নসূত্র আমাদের অতিচেনা পরিবেশে ঘটে যাওয়া অচেনা একটি গল্প, যাতে প্রেম, খুন আর বেড়ে ওঠা মিলেমিশে একাকার হয়ে আছে। সাগর রহমানের অদ্ভুত গল্প বলার টেকনিক পাঠককে নিয়ে যাবে এ শতাব্দীর শুরুর দশকের গোড়ায়, চিরচেনা ঢাকা শহরের একটি গলিতে বেড়ে ওঠা পাঁচজন তরুণ এবং একজন তরুণীর নির্ধারিত নিয়তির গল্প-যারা হয়তো যে কোনো পরিস্থিতিতে আমি, আপনি, আমরাই। জানা যায়, গভীরতম প্রেম খুঁড়ে তোলে গোপনতম অপরাধ।