কোভিড ১৯, অচেনা অসুখ- করোনা নামক ভাইরাস আতঙ্কে স্থবির বিশ্ব। দেশ বিদেশে লকডাউনে বন্দী জীবনের উপাখ্যান। মানুষের এই অদেখা অচেনা ভাইরাসের সাথে যুদ্ধে টিকে থাকার প্রাণান্ত প্রচেষ্টা। যুদ্ধ বা সঙ্কট মুহূর্তে দ্বিধা দ্বন্দ্ব উপেক্ষা করে জয়ী হওয়ার প্রত্যয়ে কাছের মানুষের-মন মানুষের ঐকান্তিক প্রচেষ্টা আর মানসিক বিবর্তনের কাহিনি- ‘এক মানুষে অনেক মানুষ’। ‘নারী হয়ে জন্মানো পাপ’ -এই বোধ যদি নারীর মধ্যে জাগ্রত থাকে বা রাখা হয় তবে নারীমন সঙ্কুচিত হয়ে পড়ে। পুরুষতান্ত্রিক সমাজ ও পরিবার নানা অনুশাসনের নামে নারীর স্বাধীনতা রহিত করে। এতে নারীমন কুঁচকে যায়, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, দ্বৈতাচারে আগ্রহী হয়। চরম পর্যায়ে হয় বিপথে পা বাড়ায়, না হয় আত্মহননের পথ বেছে নেয়। মানুষের মন একটা জটিল বিষয়, হোক সেটা নারী কিংবা পুরুষের মন। একঘেয়েমি জীবনধারায় অভ্যস্ত বন্দী মন পাখি ভিন্ন স্বাদ আস্বাদনে অজান্তেই ডানা মেলে। প্রেম হারিয়ে প্রেম খোঁজা যেন একটি স্বাভাবিক প্রক্রিয়া। পুরুষ যেমন নারীকে সঠিক বুঝে উঠতে পারে না, ঠিক তেমনই পুরুষের মন পড়তে মেয়েরা পদে পদে ভুল করে; নাকি মনটাই এমন! ভালো লাগা আর মনের মতো হওয়া দুটোই ভিন্ন জেনেও এটা আমরা মেনে নিতে পারি না। ছোট ছোট অধিকারগুলোই আমাদেরকে স্বার্থপর করে তোলে, ঠিক তখনই মনের মানুষটিকে মনের মতো করে চাইতে থাকি। মনের বায়না কি রাখা যায়? কখন সে কি চায়! নিজের পাওয়া না পাওয়ার কষ্টটা তখনই প্রকট হয় যখন আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করতে শিখি। আর নিজেকে সুখী করার প্রচেষ্টায় মত্ত হই। কর্ম জীবন, সংসার জীবন, পরিচিত মহলের বাইরেও যে একটা জগত আছে ব্যস্ততার অজুহাতে আমরা সেটা বেমালুম ভুলে যাই। হয়তো সে কারণেই মন তার অজান্তেই প্রশান্তি খুঁজে ফেরে। কেউ হয়তো খুঁজে পায়, কেউ আবার ব্যর্থ হয়ে চিরচেনা পরিমণ্ডলে ফিরে এসে অসমাপ্ত জীবনচক্র সম্পন্ন করে। কখনও বিচ্যুত বিচ্ছিন্ন রেখাগুলো একবিন্দুতে মিলিত হয়। কখনও বা কেন্দ্রচ্যুতি ঘটে বিচ্ছিন্ন হয়ে পড়ে। হয়তো এরই নাম জীবন!