সূর্য এবং পৃথিবীর অবস্থান নিয়ে বিশ্বকে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি। তিনি জানিয়েছিলেন, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী ঘোরে না। তাঁর এ থিউরি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলো। যারা বিজ্ঞানের কথাই শেষ কথা মনে করতেন, তারা তখন ধর্মগ্রন্থ নিয়ে হাস্যরস করতেও ভুলননি। এক সময় এসে তাঁর এ থিউরি ভুল প্রমাণিত করেন বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস। কিন্তু ততদিনে কেটে গেছে কয়েক'শ বছর! হ্যা পাঠক, আপনি ঠিকই ভাবছেন, এই শতশত বছর পুরো বিজ্ঞান তাঁদের আবিস্কৃত ভুল থিওরি বিশ্বাস করেই টিকে ছিলো! টলেমির থিওরির বিপরীত থিওরি দিয়েই বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস প্রমাণ করেন- 'সূর্য পৃথিবীর চারপাশে নয়, পৃথিবীই সূর্যের চারপাশে ঘোরে।' ভাগ্যের নির্মম পরিহাস- নিকোলাস কোপারনিকাসও একটি ভুল করে বসেন, যে ভুল বিজ্ঞান মহলে টিকে ছিলো আবার বছরের পর বছর! অথচ মহান আল্লাহ আজ থেকে ১৪০০ বছর আগে পবিত্র কুরআনের সূরা ইয়াসিনের ৩৮ ও ৪০ নং আয়াতে বিশ্ববাসীকে জানিয়েছেন, 'সূর্য এবং পৃথিবী প্রত্যেকেই প্রত্যেকের কক্ষপথে ঘোরে। জ্যোতির্বিজ্ঞানী টলেমি এবং নিকোলাসক কোপারনিকাস দুজনের থিওরিকেই ভুল বলে স্বীকার করে বর্তমান বিজ্ঞান পবিত্র কুরআনের ১৪০০ বছর আগের বলা থিওরি মেনে নিতে বাধ্য হয়েছে... বিশ্বাসের এমনই সব জয়গান নিয়ে রচিত ৫টি বই পাঠক পাচ্ছেন এখন একত্রে এক প্যাকেজে। প্যাকেজের নাম, বিশ্বাস-অবিশ্বাসের জবানবন্দী।
রাফান আহমেদ। পেশায় চিকিৎসক। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে সক্রিয় আছেন ব্লগে, ফেসবুকে। নিজের ভাবনাগুলো লিখে রাখার চেষ্টা করেন দুই মলাটের মাঝে। এখন পর্যন্ত প্রকাশিত একক গ্রন্থের সংখ্যা পাঁচটি। সহলেখক ও সম্পাদক হিসেবে আছেন আরো কিছু বইতে৷ মেডিকেলের পড়াশোনার বাইরে আগ্রহের বিষয় দর্শন, ধর্মতত্ত্ব, বিজ্ঞান, ইতিহাস ও সংস্কৃতি।