একজন নারী, যিনি পিতার মৃত্যুতে ছোটো ভাইবোনদের বাবা ও মায়ের স্বামী হয়ে সংসারের হাল ধরে নিজের জীবনেই আর কখনো সংসার করার সুযোগ পাননি। তার জীবনের লক্ষ্য কী হতে পারে? দ্বিতীয় জন উচ্চশিক্ষিত নারী, পছন্দ করে বিয়ে করার অপরাধে যার স্বামীকে মা, ভাই অনার কিল করেছে, এমনকি তার গর্ভস্থ ভ্রুনকেও মেরে ফেলতে চেয়েছে। তার সন্তান কি পৃথিবীর আলোর স্পর্শ পাবে? এরপরের জন, যার সবধরনের গুন থাকার পরেও শুধু সন্তানদানে ব্যর্থ হওয়ায় তারই সামনে তার স্বামী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাস করতে শুরু করে। সে যাবে কোথায়? চতুর্থজন নারী পুর প্রকৌশলী, যে সকল কুসংস্কারের ঊর্ধ্বে উঠেও বংশপরম্পরায় মন ও শরীরের এক জটিল অসুখ নিয়ে মনোকষ্টে বাঁচার লড়াই করছে। এ লড়াইয়ে অসুখ নাকি মনোবল, কার জয় হতে পারে? পঞ্চম জন ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী, নিতান্তই বাচ্চা মেয়ে, যার পরিবার উচ্চ জীবনের হাতছানিতে মেয়েটিকে একা ফেলে কানাডায় পাড়ি জমিয়েছে। এই মেয়েটি কি আর কখনও পরিবার ফিরে পায়? একজন সংগ্রামী নারী, অল্পবয়সে যার বিয়ে হয় অভাবের তাড়নায়, আবার মেয়ে জন্মানোর অপরাধে মৃত স্বামীর পরিবার থেকে বিতারিতও হয়। তার কঠিন জীবনযুদ্ধের শেষ আছে কি? স্বনির্ভরতার স্বপ্ন দেখা আরেক মিষ্টি মেয়ে নিজ ধর্ষনকারীকে বিয়ে করতে বাধ্য হয়েও এই অন্যায় মানতে না পেরে কী এক অশান্তিতে ভুগছে! স্বনির্ভরতার স্বাদ পাবে কি? সবশেষে, দুজন নারীবেশী তৃতীয় লিঙ্গের মানুষ, যারা মানুষের অধিকার নিয়ে বাঁচতে চায়, কারো দয়া নয়। এই ন্যায্য অথচ কঠিন চাওয়াটি পূরণ হওয়া কি এতই অসম্ভব? এরা সবাই আলাদা পরিবার ও পরিবেশের মানুষ হয়েও একটি সূত্রে বেঁধে ফেলে নিজেদেরকে। এবং তারপর...?
ভাষার মাসে জন্ম নেয়া ফৌজিয়া খান তামান্না। সবুজ প্রকৃতি ঘেরা ভীষনই এঁদো গ্রামে বেড়ে ওঠা ফৌজিয়া খান তামান্না আস্তে আস্তে হয়ে ওঠেন ভাষাশিল্পী।কলেজ এবং পরবর্তী লেখাপড়া,সংসার স্থায়িত্ব ঢাকাতে হলেও পুরোটা স্কুলজীবন মায়ের সাথে কেটেছে সেই এঁদো গ্রামেই। আর তাই চলনে, বলনে, চিন্তাধারায় গ্রাম্য প্রভাব প্রকট। এবং তিনি ভালোবেসে এই প্রভাব বয়ে বেড়াতে চান চিরকালই। স্কুল কলেজে লেখালেখি, সাথে জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় নিয়মিত গল্প ছাপা হলেও দীর্ঘদিন লেখালেখির বাইরে অবস্থান করেছেন। অনলাইন দুনিয়ায় নতুন করে লেখার মাধ্যমে আত্মপ্রকাশ উপন্যাস দিয়ে।লেখকের প্রথম গ্রন্থ প্রকাশিত হয় পাণ্ডুলিপি পুরস্কার জয় দিয়ে।একটি পাঠকপ্রিয় সংকলনে প্রকাশিত গল্পের সুত্র ধরে আত্মপ্রকাশ করেন সেই সিরিজ সংকলনের সম্পাদক হিসাবে। দুই সন্তান আর ডাক্তার স্বামীর সংসারে অবসর কাটে বই পড়ে আর ছবি এঁকে। পরম যত্নে বাগান করা তার প্রিয় শখ। লেখকের প্রকাশিত বই-গহীনে আঁচ (উপন্যাস) বইমেলা ২০২১রহস্যলীনা (থ্রিলার সংকলন) বইমেলা ২০২১।