কবি শাহীন ওমরের সাহিত্যচর্চা বিশেষ করে কবিতা লেখার শুরু কিশোর বয়স থেকেই। পেশাগত জীবনে দেশসেবায় নিজেকে উৎসর্গ করলেও কাব্যচর্চা তাঁর মজ্জাগত, বলা যায় স্বভাবজাত। মুক্তিযুদ্ধের চেতনা ও সংগ্রামী মানসিকতা তাঁর গতিশীলতার শক্তি। শোষিত, বঞ্চিত ও অবহেলিত মানুষের জীবনযন্ত্রণা নিপূণভাবে ফুটে ওঠে তাঁর কবিতায়। ‘বৃন্তচ্যুতির কোরাস’ কাব্যটি তাঁর বৈচিত্র্যময় অভিজ্ঞতার ফসল। বিনম্র দেশপ্রেম, সমাজসংস্কার, বিশুদ্ধ বিবেক, ত্যাগ, ইতিহাসচেতনা, মানবিকতা, প্রেম ও দ্রোহ এইগ্রন্থের প্রধান উপজীব্য। কবি জীবনপ্রবাহকে প্রকৃতির অনুষঙ্গ করে তুলে ধরেছেন, যেমন একজন ভাস্কর তিলতিল করে গড়ে তোলেন তাঁর শিল্পকর্মকে। তাঁর কবিতা ভাবমাধুর্যে সমৃদ্ধ। উপমা, উৎপ্রেক্ষা, অনুপ্রাসের সমাহারে মৌলিক চিত্রকল্প নির্মাণে তিনি সিদ্ধহস্ত। কবি শাহীন ওমরের কবিতা পাঠে অন্তঃসলিল ভালোলাগার এক অনুভূতি আমাদের চিন্তাজগতে নাড়া দেয়। কবিতায় তিনি সমাজের বিভিন্নমুখী অসংলগ্নতা এবং সমসাময়িক অবক্ষয়ের বাস্তবচিত্র তুলে ধরেছেনÑ এরপরেও তিনি একজন আশাবাদী কবি। কবির কাজ স্বপ্ন দেখানো। এই জনপদের মানুষকে সুন্দর এক ভোরের স্বপ্ন দেখিয়েছেন তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ বৃন্তচ্যুতির কোরাস।