প্রথম পর্যায় প্রথম পরিচ্ছেদ: শাক্ত-পদাবলীর সাধারণ পরিচয় ভূমিকা, রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, ধর্মীয় সামাজিক প্রসঙ্গ, শাক্ত-পদাবলীর উৎস ও উদ্ভব কথা, তন্ত্রকথা, রামপ্রসাদের পূর্বে শ্যামাসঙ্গীত রচিত না হওয়ার কারণ, বৈষ্ণব-পদাবলী ও শাক্ত-পদাবলীর তুলনামূলক আলোচনা, শাক্ত- পদাবলীর নামকরণ প্রসঙ্গ, বাংলার মঙ্গলকাব্য ও শাক্ত-পদাবলী, শাক্ত-পদাবলীর কাব্যমূল্য, ধর্মসঙ্গীত হিসেবে শাক্ত-পদাবলী, শাক্ত-পদাবলীতে গীতিকাব্যের লক্ষ্মণ, শাক্ত-পদসাহিত্যে হাস্যরস প্রসঙ্গ, শাক্তপদসাহিত্যে অন্ত্যজ ভাবনা, বাংলা সাহিত্যে শাক্ত-পদাবলী, শাক্ত-সঙ্গীতের প্রসার, শাক্ত-পদাবলীর ভাষা, শাক্ত-পদাবলীর অলংকার, শাক্ত-পদাবলীর ছন্দ
দ্বিতীয় পরিচ্ছেদ: শাক্ত-পদাবলীর বাল্যলীলা, আগমনী ও বিজয়া ভূমিকা, লীলা বলার কারণ, পৌরাণিক উৎস ও বাল্যলীলা পর্যায়ের পদের বিষয়, আগমনী-বিজয়ার গানে পারিবারিক চরিত্রচিত্রণ, আগমনী-বিজয়ার গানে সমাজচিত্র, আগমনী ও বিজয়ার গানে মূলরস, লীলাপর্বের মধ্যেও গূঢ় সাধনার তত্ত্ব কথা, শাক্ত- পদাবলীর বাল্যলীলা, আগমনী ও বিজয়ার গানে নাট্যগুণ, আগমনী-বিজয়ার গানে বাংলার শারদ-প্রকৃতি
তৃতীয় পরিচ্ছেদ: শাক্ত-পদাবলীর ভক্তের আকৃতি পর্যায়ের পদগুলিতে সাধন আদর্শ ভূমিকা, সংসারে আসক্ত জীবের বেদনাময় অবস্থা, এ চিত্রের নিহিতার্থ, ভক্তের আকুতি পর্যায়ের পদে সন্তান ও তার মায়ের প্রতি মনোভাব, প্রতিবাৎসল্য, ভক্তের আকৃতি পর্যায়ের পদগুলির কাব্যমূল্য, ভক্তের আকৃতি পর্যায়ের পদগুলিতে ভক্তের নানা অভিলাষ
চতুর্থ পরিচ্ছেদ: জগজ্জননীর নানা রূপ ও শাক্ত-পদাবলী ব্রহ্মময়ী মা ও শাক্ত-পদাবলী, রামপ্রসাদের কালী সাধনার বিশেষত্ব, লীলাময়ী মা, ইচ্ছাময়ী মা, করুণাময়ী মা ও কালভয়হারিণী মা, তন্ত্রের কালীমূর্তি, জগজ্জননীর রূপ, শাক্তসঙ্গীতের মাতৃমূর্তি
পঞ্চম পরিচ্ছেদ: শক্তিতত্ত্ব বা উপাস্য দেবীতত্ত্ব বেদ, উপনিষদ-পুরাণে শক্তির কথা, তন্ত্রের আলোকে শক্তিতত্ত্ব, তন্ত্রের সাধনা ও শাক্ত-পদাবলী, তন্ত্রসাধনার আরো কথা, তন্ত্রের আদর্শ, শক্তি-সাধনার তত্ত্ব, শাক্ত- পদাবলীর সাধক কবিদের শক্তিসাধনা