বাংলাদেশের অনেক শিক্ষার্থী পড়াশুনার পাশাপাশি কিছু বাড়তি আয়- রোজগারের চিন্তা করে থাকে। আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে মধ্যবিত্ত পরিবারের জন্য প্রত্যেক শিক্ষার্থীর পড়ার এবং থাকা-খাওয়ার খরচ চালিয়ে নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু বর্তমান সময়ের কিছু অনলাইন মার্কেটপ্লেস যেমন Upwork, Fiverr, Guru এবং অনেক বড়ো কোম্পানির মার্কেটিং অ্যানালিস্ট হিসেবে অনেক শিক্ষার্থী সহজেই পড়াশুনার পাশাপাশি আয় করে নিজের এবং পরিবারকে সহযোগিতা করতে পারে। কিছু পরিসংখ্যানের ব্যবহার, ডাটার অ্যানালাইসিস এবং সফটওয়্যার এর ব্যবহার শিখে এই মার্কেটপ্লেসে খুব সহজেই আয় করার চেষ্টা শুরু করা যায়। এই জন্য আমাদের শিক্ষার্থীদের কিছু ফ্রি সফটওয়্যারের ব্যবহার যেমন Excel, SPSS, BlueSky, JASP ইত্যাদি শিখার প্রয়োজনীয়তা রয়েছে যেকোন মার্কেটপ্লেসে কাজ শুরু করার জন্য। এই বইটিতে মূলত এই সফটওয়্যারগুলোর ভ‚মিকা, প্রয়োজনীয় পরিসংখ্যানের মডেলের ব্যবহার এবং ডাটার প্রয়োগের মাধ্যমে অ্যানালাইসিস করে কি কি কাজ করা যায় মার্কেটপ্লেসে তা উল্লেখ করা হয়েছে। Buyer ev Client কি কি কাজ করার জন্য ফ্রিল্যান্সারদের খোঁজে তাও বইটিতে আলোচনার চেষ্টা করা হয়েছে। মূলত সফটওয়্যার ভিত্তিক কি কাজ জানা থাকলে মার্কেটপ্লেসে কাজ করার মাধ্যমে আয় করা সম্ভব তা নিয়েই বইটি লিখা হয়েছে। বইটির মূল বৈশিষ্ট্য শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। বর্তমান পৃথিবী দক্ষ লোকের সন্ধানে রয়েছে। দক্ষ মানুষের কাজের অভাব হয় না। আর আজকের ইন্টারনেট দুনিয়ায় দক্ষতা অর্জন খুব একটা কঠিন বিষয় নয়। দরকার শুধু একটু গাইডলাইন আর আন্তরিক ইচ্ছাশক্তির।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে। স্নাতক ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে। পরবর্তীতে ইউনিভার্সিটি ব্রুনাই দারুসছালাম। থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি রিসার্চ। ফেলােশিপের আওতায় অর্থনীতি বিষয় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে ' বিদেশে পূর্ণ এবং খণ্ডকালীন শিক্ষকতা। করেছেন। ২০১৮ সালে ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ থেকে পােস্ট ডক্টরাল ফেলােশিপস সম্পন্ন করেন। প্রকাশিত তিনটি বইসহ তাঁর প্রায় পঞ্চাশের অধিক গবেষণা প্রবন্ধ, বুক চ্যাপ্টার এবং গবেষণাধর্মী লেখা। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারের ডিজিটাল অর্থনীতির উপর তাঁর বিশেষ আগ্রহ এবং এ বিষয়ে গবেষণার প্রচেষ্টা রয়েছে। তিনি দুই কন্যা সন্তানের জনক।