আমি দেখলাম নায়িকা কুসুমের চোখে জল টলমল করছে। সেই চোখ আশ্চর্য রকমের নীল। আমি জানি না দেশ কাঁপানো এই নায়িকার চোখে কতটা বেদনা জমে আছে! কলিংবেল বেজে উঠলো। মিম খিলখিল করে হেসে উঠলো। হাসতে হাসতে সোফার ওপরে গড়িয়ে পড়লো। আমি খুব বিব্রত বোধ করছি। একটা উঠতি বয়সী মেয়ে অপরিচিত একজনের সামনে হাসতে হাসতে সোফায় গড়িয়ে পড়ছে, এটা ততটা দৃষ্টিনন্দন কিছু না। পরিবারের লোকজন সন্দেহের চোখে তাকাতে পারে। প্রথম দিনেই আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে। কিন্তু এই টিউশনিটা আমার প্রয়োজন। তিন হাজার টাকার বন্দোবস্ত হলে মেসের থাকা খাওয়ার টেনশনটা কমবে। কিন্তু প্রথম দিনেই মিম যা শুরু করেছে, তাতে মনে হচ্ছে টিউশনি টিকিয়ে রাখা মুশকিল হবে। প্রাইভেট টিউটরের সামনে হাসতে হাসতে গড়িয়ে পড়াটা অশোভনীয়। প্রথম দিনেই ধমক দেয়াটা কি ঠিক হবে? আমি দেখলাম নায়িকা কুসুমের চোখে জল টলমল করছে। সেই চোখ আশ্চর্য রকমের নীল। আমি জানি না দেশ কাঁপানো এই নায়িকার চোখে কতটা বেদনা জমে আছে! কলিংবেল বেজে উঠলো। মিম খিলখিল করে হেসে উঠলো। হাসতে হাসতে সোফার ওপরে গড়িয়ে পড়লো। আমি খুব বিব্রত বোধ করছি। একটা উঠতি বয়সী মেয়ে অপরিচিত একজনের সামনে হাসতে হাসতে সোফায় গড়িয়ে পড়ছে, এটা ততটা দৃষ্টিনন্দন কিছু না। পরিবারের লোকজন সন্দেহের চোখে তাকাতে পারে। প্রথম দিনেই আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে। কিন্তু এই টিউশনিটা আমার প্রয়োজন। তিন হাজার টাকার বন্দোবস্ত হলে মেসের থাকা খাওয়ার টেনশনটা কমবে। কিন্তু প্রথম দিনেই মিম যা শুরু করেছে, তাতে মনে হচ্ছে টিউশনি টিকিয়ে রাখা মুশকিল হবে। প্রাইভেট টিউটরের সামনে হাসতে হাসতে গড়িয়ে পড়াটা অশোভনীয়। প্রথম দিনেই ধমক দেয়াটা কি ঠিক হবে?
আশরাফুল ইসলাম একজন লেখক এবং চিত্রশিল্পী। খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নন ক্যাডার সার্ভিসে শিক্ষকতা পেশায় কর্মরত। লেখালেখি, আঁকাআঁকি ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে খুঁজে নিয়েছেন জীবনের আনন্দ।