তত্ত্ব, তথ্য এবং যুক্তিই প্রাবন্ধিকের মূলাদিমূল দিক। বর্তমান গ্রন্থে প্রবন্ধকার লোকায়ত ভাববলয়ে লীন থেকে শিল্পবোধের বিকাশ ঘটিয়েছেন। শ্রুতিফলে তাঁর আত্মজ স্বাতন্ত্র্য প্রকাশভঙ্গিকে এক ভিন্ন স্বরগ্রামে পৌঁছে দিয়েছে। এই প্রবন্ধ-সংকলনে লোকগানের ভেতর দিয়ে বাংলার চিরায়ত লোকায়ত দর্শনের স্বরূপ-প্রকৃতি এবং প্রাচীন থেকে সমকালের ঐতিহ্যিক মরমীয় সাধন সংস্কৃতিকে রূপ-রসে মর্মস্পর্শী করে তোলা হয়েছে। উপস্থাপিত প্রবন্ধগুলো বিষয়বিভূতিতে নয়; বরং এর প্রাণপ্রাচুর্য ভঙ্গি-ব্যঞ্জনেই প্রাণবান। শেকড়সন্ধানী লোকসাধক হালের লোকানুভবে ও নির্মিতির নন্দনে কাব্যনন্দন রবিঠাকুরকে দেখেছেন এপারকার দুরবিনে। জানিয়েছেন, রবীন্দ্র মনন-মানসিকতার একটা প্রকাণ্ড স্থান জুড়ে এপার বাংলার চালচিত্র। প্রবন্ধকার হাজার বছরের বাঙালি সংস্কৃতিতে ভারতীয় সুফি-বাউলতত্ত্ব-এর অন্তর্নিহিত ভাবসত্তাকে যুক্তিসিদ্ধ এবং সাম্প্রতিক বোধন্বয়ের অনুপূরক হিসেবে তুলে ধরেছেন। ফলে বক্তব্য পরিবেশনের সারৎসারতার নিক্তি বস্তুনিষ্ঠতায় ঝুঁকে আছে ব্যক্তিনিষ্ঠতাকে আপাত অস্বীকার করে। যদিও ব্যক্তিসত্তার ছাপ সাহিত্যসত্তায় পড়ে এবং পড়বেই। এখানেও তার ব্যত্যয় ঘটে নি। তবুও প্রাবন্ধিক এ ক্ষেত্রে স্বীয় প্রজ্ঞা প্রতীতি এবং আপ্তচিন্তার ব্যাপ্তিতে অটুট থেকেছেন। বিশুদ্ধ মননচর্চায় এবং মানব-প্রকৃতির স্বরূপ সন্ধানে এই প্রবন্ধ-সংকলন পাঠকের প্রাণরসকে প্রদীপ্ত করবে।
মোহাম্মদ শেখ সাদী ১৯৮১ সালের ২ জুন ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. (সম্মান) এবং এম. এ. ডিগ্রি লাভ করেশ। একই বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ড. মহীবুল আজিজের তত্ত্বাবধানে 'শাহ আবদুল করিমের গান তত্ত্ব ও জীবনবোধ' শীর্ষক অভিসন্দর্যের জন্য পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। তিশি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে সবীসগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কিছুকাল অধ্যাপনা করেন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন। ফুলজীবন থেকেই তিনি লেখালেখির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। সাহিত্যের সকল শাখাতেই তাঁর সমাস আগ্রহ। সৃজনশীল সাহিত্যের মধ্যে গল্প ও সাটক রচনায় তাঁর খ্যাতি রয়েছে। এখনই সংগ্রাম, কাটে না অমানিশা, প্রতিবিশ্ব, বোধোদয় তাঁর লেখা মঞ্চসফল নাটক। লোকায়ত দর্শন ও লোকসংস্কৃতি গবেষণায় তাঁর আগ্রহ প্রবল। দেশে-বিদেশের বহু গবেষণা-জার্নালে তাঁর গবেষণা প্রবন্ধ ছাপা হয়েছে। 'লোকসাধক মনোমোহস দন্ত ও মলয়া সংগীত' তাঁর প্রথম প্রকাশিত গবেষণা-গ্রন্থ। তাঁর 'শাহ আবদুল করিম: জীবন ও গাস' গবেষণা-গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত 'চট্টগ্রামের লোকগান লোককবি: ভাবলাধসার বৈচিত্র্য-সম্মান' তাঁর গবেষণা-গ্রন্থ। 'লোকগান লোকায়ত দর্শন ও রবীন্দ্রনাথ' তাঁর প্রকল্প গ্রন্থ। 'আরিফ দেওয়ান: সুফিসংগীত' এবং 'আরিফ দেওয়াশ: ভাবসংগীত' তাঁর সম্পাদিত গ্রহ।