clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mohammod Sheikh Sadi books

followers

মোহাম্মদ শেখ সাদী

মোহাম্মদ শেখ সাদী ১৯৮১ সালের ২ জুন ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. (সম্মান) এবং এম. এ. ডিগ্রি লাভ করেশ। একই বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ড. মহীবুল আজিজের তত্ত্বাবধানে 'শাহ আবদুল করিমের গান তত্ত্ব ও জীবনবোধ' শীর্ষক অভিসন্দর্যের জন্য পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। তিশি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে সবীসগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কিছুকাল অধ্যাপনা করেন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন। ফুলজীবন থেকেই তিনি লেখালেখির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। সাহিত্যের সকল শাখাতেই তাঁর সমাস আগ্রহ। সৃজনশীল সাহিত্যের মধ্যে গল্প ও সাটক রচনায় তাঁর খ্যাতি রয়েছে। এখনই সংগ্রাম, কাটে না অমানিশা, প্রতিবিশ্ব, বোধোদয় তাঁর লেখা মঞ্চসফল নাটক। লোকায়ত দর্শন ও লোকসংস্কৃতি গবেষণায় তাঁর আগ্রহ প্রবল। দেশে-বিদেশের বহু গবেষণা-জার্নালে তাঁর গবেষণা প্রবন্ধ ছাপা হয়েছে। 'লোকসাধক মনোমোহস দন্ত ও মলয়া সংগীত' তাঁর প্রথম প্রকাশিত গবেষণা-গ্রন্থ। তাঁর 'শাহ আবদুল করিম: জীবন ও গাস' গবেষণা-গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত 'চট্টগ্রামের লোকগান লোককবি: ভাবলাধসার বৈচিত্র্য-সম্মান' তাঁর গবেষণা-গ্রন্থ। 'লোকগান লোকায়ত দর্শন ও রবীন্দ্রনাথ' তাঁর প্রকল্প গ্রন্থ। 'আরিফ দেওয়ান: সুফিসংগীত' এবং 'আরিফ দেওয়াশ: ভাবসংগীত' তাঁর সম্পাদিত গ্রহ।

মোহাম্মদ শেখ সাদী এর বই সমূহ

(Showing 1 to 10 of 10 items)

Recently Viewed