শাহ আবদুল করিম (১৯১৬-২০০৯) স্বাতন্ত্র্যে সুপ্রতিষ্ঠিত। স্বীয় প্রতিভা ও সাধনবলে তিনি অনায়াসেই শীর্ষবিন্দুতে আরোহণ করেছেন। ফলে লালন, হাসনের মতোই তাঁর নামটিও বহুমাত্রিক তাৎপর্যে জোরালোভাবে উচ্চারিত হয়। তাঁর জীবন ও কর্মে প্রতিফলিত বিষয়-ভাবনা, চিন্তা-দর্শনের মধ্যে বহুস্বর ঐকতান পরিলক্ষিত হয়। ঐতিহ্যিকভাবে লোকজ সংস্কৃতি এবং লোকায়ত সাধনার উর্বর পরিমণ্ডলে লালিত হয়েও তিনি পরিবর্তনশীল কাল-প্রবাহ, জীবন ও সমাজ প্রবাহ, এমনকি নয়া বিশ্বব্যবস্থার গতি প্রকৃতিকে অব্যর্থরূপে শনাক্ত করতে পেরেছেন এবং লৌকিক ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ ঘটাতে সক্ষম হয়েছেন। সমকালীনতার বিচিত্র অনুষঙ্গে জারিত তাঁর গান ভিন্নধর্মী; লোকায়ত অথচ অভিনব। লোকায়ত সাধন-ভাবনার সকল প্রবণতাকে আত্মস্থ করে নিজেকে ঋদ্ধ ও বিকশিত করেন করিম। বাউলতত্ত¡, দেহতত্ত্ব, সৃষ্টিতত্ত¡, আত্মতত্ত্ব, মনঃশিক্ষা, পির-অলি-মুুর্শিদ ভজনার অজস্র গানও তিনি লেখেন। তবে শাহ আবদুল করিমের বিশেষত্ব এখানেই যে, জীবনের সহজাত ও স্বাভাবিক গতিপ্রবাহের সূত্রের মতো সাধকেরা বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে যেখানে তাত্তি¡কতার গণ্ডির মধ্যে প্রবলভাবে অনুপ্রবেশ করেন, করিম সেখানে তত্ত্বির আবেষ্টনী থেকে মুক্ত হয়ে জীবনবাদী ভূমিকায় অবতীর্ণ হন।
মোহাম্মদ শেখ সাদী ১৯৮১ সালের ২ জুন ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. (সম্মান) এবং এম. এ. ডিগ্রি লাভ করেশ। একই বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ড. মহীবুল আজিজের তত্ত্বাবধানে 'শাহ আবদুল করিমের গান তত্ত্ব ও জীবনবোধ' শীর্ষক অভিসন্দর্যের জন্য পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। তিশি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে সবীসগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কিছুকাল অধ্যাপনা করেন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন। ফুলজীবন থেকেই তিনি লেখালেখির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। সাহিত্যের সকল শাখাতেই তাঁর সমাস আগ্রহ। সৃজনশীল সাহিত্যের মধ্যে গল্প ও সাটক রচনায় তাঁর খ্যাতি রয়েছে। এখনই সংগ্রাম, কাটে না অমানিশা, প্রতিবিশ্ব, বোধোদয় তাঁর লেখা মঞ্চসফল নাটক। লোকায়ত দর্শন ও লোকসংস্কৃতি গবেষণায় তাঁর আগ্রহ প্রবল। দেশে-বিদেশের বহু গবেষণা-জার্নালে তাঁর গবেষণা প্রবন্ধ ছাপা হয়েছে। 'লোকসাধক মনোমোহস দন্ত ও মলয়া সংগীত' তাঁর প্রথম প্রকাশিত গবেষণা-গ্রন্থ। তাঁর 'শাহ আবদুল করিম: জীবন ও গাস' গবেষণা-গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত 'চট্টগ্রামের লোকগান লোককবি: ভাবলাধসার বৈচিত্র্য-সম্মান' তাঁর গবেষণা-গ্রন্থ। 'লোকগান লোকায়ত দর্শন ও রবীন্দ্রনাথ' তাঁর প্রকল্প গ্রন্থ। 'আরিফ দেওয়ান: সুফিসংগীত' এবং 'আরিফ দেওয়াশ: ভাবসংগীত' তাঁর সম্পাদিত গ্রহ।