দুটো কথা ১৯৭০ সালে এ বই প্রথম বেরিয়েছিল। বের করেছিল তখনকার পয়লা সারির প্রকাশনা সংস্থা ‘খান ব্রাদার্স এ- কোং’। প্রকাশ পাওয়ামাত্র বইটি বেশ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। কিন্তু দ্বিতীয় সংস্করণ বা মুদ্রণের মুখ দেখেনি সুদীর্ঘ চল্লিশটি বছর। ২০১৩ সালে একুশের বইমেলা উপলক্ষে বইটি দ্বিতীয়বার প্রকাশ করে ‘প্রথমা প্রকাশন’ আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে। প্রথম সংস্করণে বইটি উৎসর্গ করা হয়েছিল ‘পৃথিবীর সব দেশের কিশোর-কিশোরী ভাই-বোনের হাতে’ বলে। কিন্তু ‘প্রথমা’র সংস্করণে আমার জীবনের প্রথম প্রকাশিত বইটি উৎসর্গ করেছিলাম আমার প্রয়াত জনক ও জননীকে। চিরকাল তা অব্যাহত থাকবে। এই বই নতুন করে প্রকাশের ব্যাপারে অনেকের হার্দিক তাগাদা ছিল। তাদের মধ্যে কথাসাহিত্যিক আনিসুল হকের কথা না বললেই নয়। আমি জেনে অবাকই হয়েছি যে, তাঁর কিশোরকালে প্রিয় পাঠ্য বইগুলোর একটি ছিল ‘সমুদ্র অনেক বড়’। তাঁর কাছে আমি কৃতজ্ঞ। বইটির তৃতীয় সংস্করণ বের করল ‘মহাকাল’। এই প্রকাশনী সংস্থার স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামানের কাছে আমি কৃতজ্ঞ। বই প্রকাশের ব্যাপারে তাঁর যতœশীলতা আমাকে মুগ্ধ করেছে। সে জন্য তাঁকে অনেক অনেক ধন্যবাদ। এই সংস্করণে ‘হিংসুটে দুই শিল্পী’ গল্পের শেষের দিকে কিছুটা পরিবর্তন করে নতুনভাবে উপস্থাপন করা হলো। শিরোনামের পরিবর্তন করে করা হলো ‘জাদুর খেলা, নাকি সত্যি!’। আখতার হুসেন ঢাকা, জানুয়ারি ২০২২
আমাদের শিশুসাহিত্যের অন্যতম পুরোধা পুরুষ আখতার হুসেনের জন্ম ১৯৪৫ সালের ১ নভেম্বর। পেশাগত জীবনের শুরু সাংবাদিকতা দিয়ে। চাকরি করেছেন দেশের শীর্ষস্থানীয় অনেক পত্রপত্রিকায়। বর্তমানে তিনি একটি প্রকাশনা সংস্থার পাণ্ডুলিপি সম্পাদক। ছোটদের জন্য মৌলিক গ্রন্থ রচনার পাশাপাশি সম্পাদনা করেছেন বেশ-কিছু গুরুত্বপূর্ণ সংকলন গ্রন্থ। এসবের মধ্যে উল্লেখযোগ্য : দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু, দুই বাংলার মুক্তিযুদ্ধের কবিতা, সাম্প্রদায়িকতা বিরোধী গল্প, বাংলা ভাষার শ্রেষ্ঠ দেশপ্রেমের গান, বাংলা সাহিত্যের সেরা উপদেশমূলক কবিতা, বাংলা সাহিত্যের সেরা গল্পভিত্তিক উপদেশমূলক কবিতা, বাংলা সাহিত্যের সেরা কিশোর কবিতা, বাংলাদেশের বাছাই কিশোর কবিতা (যৌথ), ছোটদের প্রিয় কবিতা (যৌথ), ও হেনরি শ্রেষ্ঠ গল্প, মোপাসাঁ শ্রেষ্ঠ গল্প, ম্যাক্সিম গোর্কি শ্রেষ্ঠ গল্প, মার্ক টোয়েন শ্রেষ্ঠ গল্প, হাবীবুর রহমান রচনাবলি (প্রকাশিতব্য), জীবনী: ভাষা শহীদ আবদুল জব্বার, কিশোর শহীদ মতিউর রহমান, হাবীবুর রহমান, কাজি আফসারউদ্দিন আহমেদ, যৌথ সম্পাদক: সত্যেন সেন স্মারক গ্রন্থ, বাংলাদেশের ইতিহাসের অ্যালবাম ও আলতাফ আলী হাসু স্মারক গ্রন্থ। এ ছাড়া আখতার হুসেন বাংলাদেশ শিশু একাডেমী থেকে ৫ খণ্ডে প্রকাশিত শিশু-বিশ্বকোষ-এর সর্বোচ্চসংখ্যক ভুক্তি লেখক। ১৯৭১-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তাঁর লেখা ‘স্বাধীন স্বাধীন দিকে আজ জাগছে বাঙালিরা/আর রুখবে তাদের কারা’ গানটি বিপুল জনপ্রিয়তাধন্য। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ আখতার হুসেন পেয়েছেন ‘আলাওল সাহিত্য পুরস্কার’, ‘বাংলাদেশ শিশু একাডেমী পুরস্কার’, ‘ভাষা শহীদ আবদুল জব্বার স্মৃতিপদক’, ‘বাংলা একাডেমি পুরস্কার’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রদত্ত ‘মুক্তিযোদ্ধা কলম সৈনিক সম্মাননা স্মারক’, ‘মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার’, ‘এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার’ এবং ‘বজলুর রহমান স্মৃতিপদক’সহ আরও অনেক সংবর্ধনা স্মারক। আখতার হুসেন বাংলা একাডেমির ফেলো।