প্রকাশকের কথা: ভারতের কুচবিহার আর বাংলাদেশের রংপুর অবিভক্ত বাংলার গুরুত্বপূর্ণ দুই অঞ্চল। ভ‚রাজনৈতিক পালাবদলে বাংলা আজ দুই ভাগে বিভক্ত। অবিভক্ত বাংলার দুই অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন অনেক কীর্তিমান, যাঁরা দুই দেশের শিক্ষা, সমাজ, সংস্কৃতি, রাজনৈতিক আদর্শের পথপ্রদর্শক। যাঁরা অন্ধকারাচ্ছন্ন বাংলাকে আপন আলোয় করেছেন আলোকিত। সেই আলোয় দূর করেছেন জীবন ও দৃষ্টিভঙ্গির তফাৎ, নারী-পুরুষ ভেদাভেদ, সামাজিক কুসংস্কার, অজ্ঞতা, অশিক্ষা, জাতপাতের ভেদাভেদ ইত্যাদি। তাঁদের মধ্যে অষ্টাদশ শতকে জন্মগ্রহণ করা সংগ্রামী ও সমাজসংস্কারক, দুই মনীষী হলেন নারী জাগরণের পথিকৃৎ, কবি ও কথাসাহিত্যক রোকেয়া খাতুন এবং মনীষী পঞ্চানন বর্মা। যাঁদের বলা হয়- জ্ঞান এবং বিদ্যাবত্তার দুই উজ্জ্বল দীপশিখা। রোকেয়া খাতুন (১৮৮০-১৯৩২) রংপুরে জন্মগ্রহণ করে শিক্ষার আলো জ্বেলেছিলেন অবিভক্ত ভারতের ভাগলপুরে, কলকাতায়। পরবর্তীতে যা ছড়িয়ে পড়ে গোটা বাঙালি নারী ও পুরুষ সমাজে। অন্যদিকে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা (১৮৬৬-১৯৩৫) কুচবিহারে জন্মগ্রহণ করে বৃহত্তর রংপুরের পিছিয়ে পরা রাজবংশী ক্ষত্রিয় জনজাতির শিক্ষা, সংস্কৃতি, সামাজিক, রাজনৈতিক সংস্কার আন্দোলন সূচনা করে মোচন করেন ব্রাত্যত্ব। রোকেয়া তাঁর সময়ে অন্ধকারে আবদ্ধ বাংলার নারী সমাজকে টেনে আনলেন আলোর দিকে, হলেন অন্ধকারাচ্ছন্ন বাঙালি সমাজের আলোকবর্তিকা। পঞ্চানন বর্মা আন্দোলন সংগ্রাম করে পিছিয়ে থাকা ক্ষত্রিয় জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি সামাজিক মর্যাদা আদায় করে হলেন ক্ষত্রিয় তথা রাজবংশী জাতির জনক। বর্তমানে বিভক্ত দুই দেশের, দুই বাংলার সেতুবন্ধন তৈরি করে দুই স্বাধীন রাষ্ট্রকে আজও অখÐ রেখেছেন রোকেয়া খাতুন ও পঞ্চানন বর্মা। সৃষ্টি করেছেন দুই দেশের শিক্ষা, আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উন্নয়নের এবং আলোকবির্তকার সেতুবন্ধন। দুই মনীষীর জীবন ও কর্ম নিয়ে লেখা আফতাব হোসেন এর ‘রোকেয়া পঞ্চানন দুই বাংলার সেতুবন্ধন’ শীর্ষক বইয়ের মূল্যায়ন লিখে বইটিকে সমৃদ্ধ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা; ভারতের উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক কবি ও কথাসাহিত্যিক ড. নিখিলেশ রায়, পশ্চিমবঙ্গের ড. সুখবিলাস বর্মা; কারমাইকেল কলেজ, রংপুর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. আকলিমা আরা বেগম; গোবিন্দগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান, সাহিত্য-সংস্কৃতি-সামাজিক সংগঠন ফিরেদেখা’র সাহিত্য সম্পাদক কবি ড. শাহ্ সুলতান তালুকদার; রংপুর ক্ষত্রিয় সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট শ্রী জিতেন্দ্র নাথ রায় ও বেগম রোকেয়া ফোরাম রংপুরের সভাপতি মারহামাতুন নেছা। আফতাব হোসেন এর রোকেয়া পঞ্চানন দুই বাংলার সেতুবন্ধন শীর্ষক বইটি দুই দেশের মানুষের সার্বজনীন ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে একটি মাইল ফলক হিসেবে ভাস্বর হয়ে থাকবে। সাকিল মাসুদ