আবীর এক বাঙালি যুবক। এক বুক প্রত্যাশা ও ভবিষ্যতের এক সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে লিবিয়ার সর্বপশ্চিমের উপকূল থেকে খুব ভোরে একটা বড়ো ইঞ্জিন চালিত নৌকায় বিভিন্ন দেশের আরো অনেকের সাথে ইতালির লাম্পেডুসা দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। পরেরদিন দুপুরের পর হঠাৎ ভূমধ্যসাগরে ক্ষণিকের জন্য সৃষ্ট সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে নৌকাটা মাঝ সাগরে ডুবে যায়। সীমাহীন সাগরের বুকে নীল জলরাশির বড়ো বড়ো ঢেউয়ের সাথে যুদ্ধ করে অজানার উদ্দেশে শরীরের শেষ শক্তিটুকু ব্যয় করে ধীরে ধীরে এগিয়ে যাবার সময়ে নানাধরনের বিপদ ও ভয়াবহ হাঙরের মুখোমুখি পড়ে আবীর। সেখান থেকে কোনোমতে প্রাণে বাঁচলেও এক সময় জ্ঞানহীন হয়ে পড়ে। ডলফিন দল জ্যাকেট গায়ে জলে ভাসমান আবীরকে এক অচেনা দ্বীপে পৌঁছে দেয়। সেখানে সে এক মাফিয়াচক্রের কবলে পড়ে। তারা দ্বীপে অনাহূত আগন্তুকদের ধরে নিয়ে দাসত্বে জিঞ্জির পরিয়ে ড্রাগ তৈরির কারখানায় তাদের জীবন কাটাতে বাধ্য করে। সেই মাফিয়া দ্বীপে পৌঁছায় আরেক ভাগ্যবিড়ম্বনার শিকার পর্যটক ইতালির মেয়ে জোয়ানা। তার সাথে পরিচয় হয় আবীরের। জোয়ানাও মাফিয়াদের দাসত্বের নিগড়ে বন্দি হয়। একসময় তাদের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু শেষপর্যন্ত কী ঘটল তাদের ভাগ্যে তা জানতে আপনাকে যেতে হবে এই কাহিনির অন্তরালে।
‘মৃত্যুদ্বীপ' বইটি কিশোর-কিশোরীদের নিয়ে যাবে বিপজ্জনক ও রোমাঞ্চে ভরপুর এক টান টান উত্তেজনার ঘটনাপ্রবাহে। এই উপন্যাসে বিদেশগামী আবীর ও জোয়ানা কি আদৌ দাসত্বের শৃঙ্খল হতে মুক্তি পাবে? কী ঘটে তাদের ভাগ্যে তা জানতে হলে রুদ্ধশ্বাসভরা কাহিনি নিয়ে কিশোর-কিশোরীদের জন্য লেখা উপন্যাস 'মৃত্যুদ্বীপ' বইটি পড়তে হবে।