প্রথম ফ্ল্যাপের লেখা: পৃথিবী নামক এই গোলার্ধে মানব জাতির শ্রেষ্ঠ আবাসন। এখানে আছে প্রাকৃতিক দুর্যোগ-দুর্ভোগ, রোগ-শোক-ব্যাধি, আছে মহামারি। যুগ যুগ ধরে মানব জাতি এই প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিকে জয় করে বেঁচে আছে। টিকে আছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে- এই মানব জাতি। সেই সাথে পৃথিবীতে রয়েছে এক ভূস্বর্গ। মানব জাতি ছাড়াও বিশাল প্রাণী সম্পদ নিয়ে আমাদের এই পৃথিবী সৌন্দের্যের এক অপার আধার। পৃথিবীর আদিকাল থেকে মানুষ প্রকৃতির সাথে লড়াই-সংগ্রাম করে নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। আজও এই লড়াই-সংগ্রাম চলছে। অতিমারি করোনায় সর্বশেষ মানব জাতির ওপর নেমে এসেছে এক কঠিন পরীক্ষা। এপর্যন্ত সারাবিশ্বে অর্ধকোটির বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তারপরও আমরা জানি এই পৃথিবী সুন্দর, অপরূপ এক প্রাণসম্পদে, জীববৈচিত্র্যে ভরপুর। আমরা পৃথিবীর কাছে, প্রকৃতির কাছে অশেষ ঋণী। কবি জলিল আহমেদ তাঁর 'তবুও পৃথিবী ভালো' কবিতাগ্রন্থে এভাবেই পৃথিবীর সৌন্দর্যের এক সুনিপুণ চিত্রকল্প এঁকেছেন কবিতার চরণে চরণে। পাঠক তাঁর কবিতায় মুগ্ধ হবেন, জীবনের ঠিকানা খুঁজে পাবেন— এই বিশাল পৃথিবীর এক অপূর্ব আলোকময় নিবেদন। আনোয়ার কামাল কবি, গল্পকার, প্রাবন্ধিক ও সাহিত্য আলোচক সম্পাদক- 'এবং মানুষ' (সাহিত্য বিষয়ক ছোটকাগজ) ঢাকা।