রেজানুর রহমান সমাজ-সচেতন কথাসাহিত্যিক। একটি ‘নিষিদ্ধ সম্পর্কের খসড়া’ গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত তাঁর এগারোটি গল্পে সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিমানুষের নানাবিধ সামাজিক সম্পর্কের রূঢ় বাস্তব কাহিনি উঠে এসেছে। গল্পগ্রন্থের নামের মধ্যেও রয়েছে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ইঙ্গিত। প্রতিটি গল্পেই রয়েছে চলমান সমাজ-বাস্তবতার প্রতিচ্ছবি। কীভাবে এই রূঢ় বাস্তবতা মানুষের জীবনকে বদলে দেয়, মুখোশের আড়ালে কীভাবে বদলে যায় প্রিয় মানুষেরা, আবার অভাব-দারিদ্র্যের মধ্যেও নীতিনৈতিকতা, ঐতিহ্য, সত্য ও সুন্দরকে আঁকড়ে ধরে বাঁচার আপ্রাণ চেষ্টাও রয়েছে মানুষের মাঝে। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দৃঢ়তাও রয়েছে—এসবেরই সমাজঘনিষ্ঠ কাহিনি ফুটে উঠেছে প্রতিটি গল্পে। বাস্তবতার নিষ্ঠুর নিষ্পেষণেও গল্পের চরিত্রেরা হারিয়ে ফেলেনি মানবিকতাবোধের উপচার। প্রেমবঞ্চিত নারীর হৃদয়ে যেমন জাগ্রত হয়েছে প্রণয়ের দীর্ঘশ্বাস, তেমনই বিপন্নতাতেও ব্যক্তির হৃদয় হয়ে উঠেছে আর্দ্র। আপাতদৃষ্টিতে রাস্তার অসহায় নারীর পাশাপাশি গ্রামের প্রাচীন বৃক্ষ বাঁচানোর দাবিতে সোচ্চার বৃদ্ধ শিক্ষক—সবাই প্রেম ও মানবিকতার মর্মীয় চেতনায় উজ্জীবিত। ‘একটি নিষিদ্ধ সম্পর্কের খসড়া’র গল্পগুলো সমাজের চেনা জগতের অন্তর্গত সত্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। গল্পগুলো এ কারণেই স্বতঃস্ফূর্ত ও সজীব। ভাবনার জগতে নিয়ে যাবে সবাইকে...