প্রকৃতিতে ফুল অমূল্য উপহার। ফুল স্বর্গীয়, পবিত্রতা ও ভালোবাসার প্রতীক। গন্ধে-বর্ণে-শোভায় আকুল করা ফুলের আবেদন তাই সবার কাছে। যাপিত জীবনের সর্বক্ষেত্রেই দেখা যায় ফুলের সুশোভিত উপস্থিতি। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে, সভা-সেমিনারের আয়োজনে, প্রেমাষ্পদের আবেগী হাতে, বধূর খোঁপায়, দুরন্ত গ্রাম্য-কিশোরীর কোঁচড়ে, শ্রদ্ধাভাজনের চরণে, দেবতার অর্ঘ্য,ে কবির ছন্দে, চিত্রকরের তুলিতে, মুগ্ধ পর্যটকের ক্যামেরায়, জন্মদিন-বিবাহ-শুভদিনে, শুভযাত্রায়... কোথায় নেই ফুল? প্রকৃতির সতেজতার সাথে এক নিবিড় সম্পর্ক রয়েছে ফুলের, যা মনকে আন্দোলিত করে গভীর আবেশে। ঘাসের চাদরে চুপটি করে ফুটে থাকা কোনো বুনোফুল যেমন বিবশ করা সৌন্দর্যের, তেমনি মায়াকাড়া হাতছানি দেয় জলাশয়ের শাপলা-কলমিও। বাংলার প্রকৃতিকে রূপের ছটায় ভরিয়ে দিতেই বিভিন্ন ঋতুতে নানা রঙের ফুল ফোটে। এদেশের প্রকৃতির বিপুল সমাহারে বিভিন্ন দেশি ফুলের পাশাপাশি যোগ হয়েছে বিদেশি ফুল। গুরুত্ব ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় এসব ফুলকেন্দ্রিক বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করেছে অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্র। প্রকৃতির অপার্থিব সৌন্দর্যে ভিন্নমাত্রা যোগ করা বর্ণিল ফুল নিয়ে আমাদের আগ্রহ ও প্রশ্নের অন্ত নেই। ফুল ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসার টান হৃদয় থেকে অনুভব করেছেন লেখক নূর আলম গন্ধী। তার পুষ্পপ্রেমী হৃদয় থেকে উৎসারিত হয়েছে রঙিন ফুলের কথা। একশ ফুল নিয়ে তথ্য ও উপাত্ত, ভেষজ গুণাগুণসহ বিভিন্ন বৈশিষ্ট্যগত দিকও তিনি তুলে ধরেছেন ‘শত ফুলের কথা’ গ্রন্থটিতে। সাবলীল ভাষায় প্রকাশ পেয়েছে বিভিন্ন পরিচিত ও দুর্লভ ফুলের আদি নিবাস, পরিবার, উদ্ভিদতাত্ত্বিক নাম ইত্যাদি। সেই সাথে এ গ্রন্থে সংযোজিত ফুলের চমৎকার আলোকচিত্র বইটিকে করেছে আরো আকর্ষণীয়। ফুলবিষয়ক এ গ্রন্থ পুষ্পপ্রেমীদের আকণ্ঠ তৃষ্ণা ও কৌতূহল নিবারণ করে খুলে দেবে বিস্ময়ের এক অচিন দুয়ার। গ্রন্থটির পাঠকপ্রিয়তা অর্জনের শুভ প্রত্যাশায়। মুকিত মজুমদার বাবু চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।