"২০২১এর শেষ ছয় মাসে ঘটে যাওয়া ঘটনাগুলির মাঝে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান থেকে পলায়ন ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ। এর ফলে ইউরেশিয়াতে শুরু হয়েছে শূণ্যস্থান পূরণের প্রতিযোগিতা; পূর্ব ইউরোপের দেশগুলি রাশিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে পাশে পাবে কিনা, তা নিয়ে নিশ্চিত নয়; মধ্যপ্রাচ্যের দেশগুলি নিজেদের নিরাপত্তা বৃদ্ধিতে ইস্রাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের মতো জনবিরোধী কাজে নিমজ্জিত হয়েছে; মার্কিন বন্ধুরা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারছে না। আফগানিস্তান থেকে পলায়নের ঘটনা অভ্যন্তরীণভাবে বিভক্ত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক শক্তির যতটুকু অবশিষ্ট ছিল, তার অনেকটুকুই নিঃশেষ করে ফেলেছে। করোনা মহামারিতে পরীক্ষামূলক সমাধানকে জোরপূর্বক বাস্তবায়ন করতে গিয়ে মানুষের অর্থনৈতিক দৈন্যতা পশ্চিমা জীবনব্যবস্থার অধীন বিশ্বকে করেছে দিশেহারা। ধনী হয়েছে আরও ধনী; দরিদ্র হয়েছে আরও বেশি দরিদ্র। পুঁজিবাদের বিদায় ঘন্টা বাজলো বলে! এর সাথে পশ্চিমা রাজনৈতিক ব্যবস্থাও হচ্ছে প্রশ্নবিদ্ধ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারেরাই মানুষের ধর্মীয় অধিকার, বাকস্বাধীনতা, মানবাধিকার কেড়ে নিচ্ছে। গণতন্ত্র মানুষের জীবনের সমাধান তো দিতেই পারেনি, বরং গণতান্ত্রিকভাবেই নতুন সমস্যাগুলির সৃষ্টি হয়েছে। ভোটের মাধ্যমে প্রতিনিধি নিয়োগই যে গণতন্ত্র নয়, সেটা এখন যেন কেউই জানেন না। প্রতিনিধি নিয়োগ নয়, বরং প্রতিনিধিদের তৈরি করা আইন নিয়েই যে সমস্যা, সেটাই এখন গুরুত্বপূর্ণ আলোচনা"।