দুইটি কথা: নতুন-পুরাতন কবিদের সাথে সেতুবন্ধন হতে পারে একটি যৌথকাব্য। দেশে-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী কবিদের সাথে দেশের কবিদের মেলবন্ধন জাগতিকভাবে হতে পারে। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। তবে যৌথকাব্য করা হয়নি বহুদিন। ইচ্ছে থাকলেও, ব্যস্ততার কারণে সম্ভব হয়নি। শত ব্যবস্ততার মাঝেও অনেকেই অনুপ্রেরণা দিয়েছেন বইটিকে মলাটবদ্ধ করতে। সবাইকে যারপর নাই আন্তরিকতার সাথে শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি। সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের এক যুগ মানে বারো বছরে পদার্পণের এই ক্ষণে দাঁড়িয়ে বলতে হচ্ছে এতোদিন যৌথকাব্য করলে অনেকগুলো পর্ব হয়ে যেতো। অথচ আমরা প্রচলিত গ্রুপগুলো থেকে একটু আলাদা থাকতে চেয়েছি মাত্র। কারণ অনেক গ্রুপ প্রায় প্রতি মাসেই কোন না কোন বই, বিশেষ সংখ্যা, যৌথকাব্য বের করে থাকে। লেখা প্রকাশে থাকে নানান রকমের কঠিন কঠিন শর্ত। সেদিকে আর না যাই। তবে এটুকু বলতে পারি আমাদের গ্রুপে কোন প্রকার অস্থিরতা নেই। নেই কোন প্রতিযোগিতা বা সনদ/ ক্রেস্টের জমজমাট ব্যবসা। আবার কয়দিন পরপরই দেখা যায় যে, লেখক/গুণীজন সম্বর্ধনা ইত্যাদি আয়োজন। থাকে আরো কত কী। আমরা চাই প্রচলিত গ্রুপগুলো থেকে বের হয়ে একটু আলাদা কিছু করা। সারা দেশের প্রায় সব জেলা শহরে এবং যুক্তরাজ্য, ভারত, কানাডা, আমেরিকা, অষ্ট্রেলিয়া’সহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে রয়েছে আমাদের গ্রুপের আহবায়ক কমিটি/প্রতিনিধি। সেটাও একটি ব্যতিক্রম উদ্যোগ বটে। গ্রুপে সবাই নিয়মিত লিখুন। ‘কালের প্রতিবিম্ব’ ম্যাগাজিনে লেখা দিবেন। ‘প্রতিবিম্ব প্রকাশ’-এর অনলাইন পোর্টালে লিখতে পারেন। সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। লোক হোক আজ ও আগামীর শ্রদ্ধা ও ধন্যবাদান্তে, আবুল খায়ের (কবি ও কলামিস্ট)
কবি ও কলামিস্ট আবুল খায়ের নোয়াখালী জেলার আওতাধীন সেনবাগ উপজেলার পূর্ব মোহাম্মদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৩০ ডিসেম্বর ১৯৭৬ সালে জন্ম গ্রহণ করেন। পিতা-মোহাম্মদ ইসহাক, মাতা-শামসুন্নাহার বেগম। পড়ালেখা: সরকারী তিতুমীর কলেজ থেকেস্নাতক; ঢাকা কলেজ থেকে এম.এ এবং মানব সম্পদ ব্যবস্থাপনার উপর PGD (ABP/UK) উচ্চতর ডিগ্রি অর্জন করেন। দেশের বাহিরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। লেখালেখি: স্কুল জীবন থেকেই ছড়া, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, উপন্যাস লেখালেখি করেন। ছাত্রজীবন থেকেই তাঁর লেখা বিভিন্ন সাপ্তাহিক ও মাসিক পত্রিকা/ম্যাগাজিনে প্রকাশিত হতে থাকে। কলেজ জীবনেই অনেকগুলো কলেজ বার্ষিকী ও স্মরণীকা সম্পাদনা করেছেন। বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থ, ম্যাগাজিন ও লিটলম্যাগে তাঁর লেখা প্রকাশিত হচ্ছে। বর্তমানে তিনি বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিয়মিত লিখছেন। ইতিমধ্যে কলামিস্ট হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। সম্মাননা: ‘কবিসংসদ বাংলাদেশ’ ঢাকা কর্তৃক প্রদত্ত: কবি জসিম উদ্দীন সাহিত্য পদক-২০১৯ (কবিতায়); কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার-২০১৮ (কবিতায়); ‘উত্তরণ সাহিত্য আসর’ পাবনা কর্তৃক প্রদত্ত কবি বন্দে আলী মিয়া সাহিত্য পদক (প্রবন্ধে) ছাড়াও আরো অনেক সংস্থা কর্তৃক ক্রেষ্ট ও সম্মাননা অর্জন করেন। তিনি রংপুর বেতারে স্বরচিত কবিতা পাঠের আসর ছাড়াও বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। তাঁর রচিত গ্রন্থাবলিঃ দীর্ঘশ^াসের সাথে বসবাস (কবিতা), অসহিষ্ণু পৃথিবীর বুকে (কবিতা), জীবনের প্রবাহ (প্রবন্ধ), দীর্ঘশ্বাসের সাথে বসবাস (উপন্যাস), ছড়ার দেশে খোকা খুকি বেড়ায় হেসে (শিশুতোষ ছড়া), বন্ধুর জন্য (কিশোর গল্প), তুমি ফিরে এলে (গানের সংকলন) ইত্যাদি। তাঁর প্রকাশিত গ্রন্থ : অসহিষ্ণু পৃথিবীর বুকে (বইমেলা-২০১৯)। এছাড়াও শতাধিক যৌথ কাব্যগ্রন্থে ও লিটলম্যাগে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। প্রতিদিন কোনো না কোনো প্রত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হচ্ছে। পেশাগত জীবন: বেসরকারি উন্নয়ন সংস্থায়-ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।