স্ক্রিন টাইমের ‘সু’বাদে কিংবা ‘কু’বাদে আজ আমাদের মনোযোগ বিক্ষিপ্ত, অশান্ত। স্থির হতে পারি না আমরা কোনোকিছুতেই। এমন অস্থির টালমাটাল চিন্তাজগত নিয়ে মোটা মোটা বইপত্রের ভারী ভারী কথাবার্তা আত্মস্থ করা অনেকের পক্ষেই অসম্ভব-প্রায়। আর সে কথাগুলো জীবনে প্রয়োগ করা তো দূর কী বাত! মূল্যবান গ্রন্থগুলোর অমূল্য কথাগুলো কি তাহলে ঘুমিয়েই থাকবে? তা কি হতে দেওয়া যায়, বলুন? আমরা তাই নিয়ে এসেছি পাঠকবান্ধব এক চমৎকার প্যাকেজ—‘দাওয়াহ প্যাকেজ’। বিষয়বৈচিত্র্যে ভরপুর ১৬টি বই দিয়ে সাজানো হয়েছে প্যাকেজটি, যা ভাই-বন্ধু-আত্মীয় সবাইকেই দেওয়া যেতে পারে নির্দ্বিধায়। চিন্তাজগতে ঝড় তোলার মতো কিছু লেখার সমষ্টিই হলো আমাদের এই দাওয়াহ প্যাকেজ-১। গায়ে-গতরে হালকা-পাতলা হওয়ায় বইগুলো সহজে বহনযোগ্য। দ্রুত পড়ে ফেলবার জন্যেও যথেষ্ট সুখপাঠ্য। এককথায়, দাওয়াতি কাজের জন্যে একেবারে পারফেক্ট। আবার নিতান্ত সংক্ষিপ্ত পরিসরে টপিকভিত্তিক আলোচনা বলে স্লো-রিডারদের জন্যেও বেশ সুবিধাজনক। আপনার আশেপাশের মানুষগুলোর মনোজগতে দ্বীনি চিন্তার সলতেটুকু একটুখানি উসকে দেবার জন্য প্রয়োজনীয় রসদ যোগাতে আজই সংগ্রহ করে নিতে পারেন আমাদের এই ‘দাওয়াহ প্যাকেজ’টি। .. বই- দাওয়াহ প্যাকেজ (১৬ টি দাওয়াতী প্যাকেজ) কি কি বই এই প্যাকেজে? ১. ইলম ও আদব- আবদুল্লাহ আল মাসউদ ২. শরীয়াহসম্মত/দুনিয়াসম্মত?- আসিফ আদনান ৩. সন্তানের অধিকার- শায়খ ইমদাদুল হক ৪. আমাদের জীবনে মিডিয়ার প্রভাব- শায়খ ওয়াহিদ আবদুস সালাম বালি ৫. যুহদ ও যাহিদ- আবদুল্লাহ আল মামুন ৬. ফিকহের দিকপাল- আম্মারুল হক ৭. সাফল্যের এপিঠ-ওপিঠ- মহিউদ্দীন রূপম ৮. আল্লাহর দেয়া তিনটি ওয়াদা- মুহাম্মদ ইউসূফ শাহ ৯. নিরাপত্তার দোয়া- শায়খ ড. সাঈদ ইবনু আলি কাহতানি রাহি. ১০. বিষন্নতা: ইসলামি সমাধান- আবদুল্লাহ আল মামুন ১১. রহমানের বান্দা যারা- মহিউদ্দীন রূপম ১২. পাপের সাতকাহন- ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ১৩. প্রিয় নবির ব্যাক্তি জীবন- শায়খ সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ ১৪. আমাদের চূড়ান্ত উদ্দেশ্য- ড. নাজীহ ইবরাহীম ১৫. আসুন আল্লাহকে ভালোবাসি- ড. ইয়াদ কুনাইবি ১৬. আমাদের পাথেয়- ড. নাজীহ ইবরাহীম
আবদুল্লাহ আল মাসউদ এই পৃথিবীতে চোখ মেলেছেন ১৯৯২ সাল ১৬ জানুয়ারি। জন্মস্থান নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশারখিল গ্রামে। মক্তব গমনের মধ্য দিয়ে তার পড়ালেখার হাতেখড়ি। এরপর ক'বছর নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা। তারপর ঢাকার টিকাটুলি জামে মসজিদে অবস্থিত 'তাহফীজুল কুরআন মাদরাসায়' ভর্তি হন এবং সেখান থেকেই হিফজ সমাপন করেন। এরপর ভর্তি হন ঢাকার বিখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ যাত্রাবাড়ি বড় মাদরাসায়। সেখান থেকেই অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তাকমীলে হাদীস সমাপন করেন এবং মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড 'আলহাইআতুল উলইয়া'- এর কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেন। তারপর উক্ত প্রতিষ্ঠান থেকেই উচ্চতর হাদীস গবেষণা বিভাগ (উলূমুল হাদীস) এবং ইসলামি আইন ও গবেষণা বিভাগ (ইফতা)-এ অধ্যয়ন সমাপ্ত করেন। লেখালেখির সাথে যুক্ত আছেন অনেকদিন ধরে। অনুবাদের পাশাপাশি প্রবন্ধ ও গবেষণাধর্মী মৌলিক রচনাতেও তিনি মনোযোগী। মৌলিক, অনূদিত ও সম্পাদিত সব মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা বিশেরও অধিক। লেখালেখির মাধ্যমে ইসলাম ও মুসলিমদের খেদমতে তিনি বদ্ধপরিকর।