ভূমিকা: আন্তর্জাতিক ভাষা ইংরেজি আমাদের সার্বক্ষণিক চাহিদার একটি অন্যতম মাধ্যম। শুদ্ধ ইংরেজি শেখার বিষয়টি সকল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জরুরি। এ বিদেশী ভাষা পরিপূর্ণ রপ্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন একজন দক্ষ শিক্ষক অথবা কঠোর অধ্যবসায় এবং অধ্যয়নের ফলশ্রুতি একটি মৌলিক বই। "সবার জন্য Fill In The Blank" বইটি সেই লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের English Grammar-এর শূন্যস্থান পূরণের নিশ্চয়তা দিচ্ছে। অত্যন্ত সহজ ভাষায় ইংরেজির দুরূহ Fill In The Blank বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে এই বইয়ে। গবেষণাকর্মে নিবেদিত লেখক মোঃ মনিরুল ইসলাম (রয়েল) দীর্ঘদিন ইংরেজি ভাষা শিক্ষা এবং সাহিত্যের বিভিন্ন শাখায় কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সে অভিজ্ঞতার আলোকে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যের বেশ কিছু বই রচনা করেছেন যা মৌলিকত্ব ও স্বকীয়তার দাবিদার। "সবার জন্য Fill In The Blank" বইটি মূলত লেখকের স্বকীয়তা ও উদ্ভাবনী বিশ্লেষণে ভরপুর, যা শিক্ষার্থীদের English Grammar-এর শূন্যস্থান পূরণের চাহিদা পূরণ করবে। বর্তমান প্রজন্ম যাতে অতি সহজে Fill In The Blank বিষয়টি বুঝতে পারে এবং পরিশুদ্ধ ইংরেজি চর্চায় যথেষ্ট যোগ্যতা অর্জন করতে পারে সেরূপ অসংখ্য দুর্লভ অথচ অতি আবশ্যকীয় নিয়মাবলী অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় এ বইয়ে উপস্থাপন করা হয়েছে। ইংরেজি ভীতি ও দুর্বলতা কাটিয়ে উঠতে এবং Fill In The Blank পূরণে বইটি একজন শিক্ষার্থীকে সুদৃঢ় নিশ্চয়তা দান করবে এই প্রত্যাশা নিরন্তন। কর্ণেল (অব.) প্রফেসর ড.মোঃ মোশাররফ হোসেন ট্রেজারার, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি, কুমিল্লা, সাবেক উপাচার্য, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা, সাবেক অধ্যক্ষ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সাবেক অধ্যক্ষ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
তরুণ প্রজন্মের পাঠকপ্রিয় লেখক ও বাংলাদেশের বহুল প্রচলিত সুপরিচিত প্রকাশনা প্রতিষ্ঠান 'রয়েল পাবলিকেশন' -এর স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম (রয়েল) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামে ৬ই ফেব্রুয়ারি ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে লেখক গ্রামের খঞ্জনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী, রাণীশংকৈল পাইলট বালক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক, রাণীশংকৈল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ইন্টারন্যাশনাল বিজনেস এডমিনিস্ট্রেশন বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও তিনি আইন বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে আইন চর্চা করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আরকাইভস ও জাতীয় গ্রন্থাগার অধিদপ্তর -এর গবেষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। ইংরেজি ব্যাকরণ ও ভাষা শিক্ষা নিয়ে তিনি বেশ কিছু বই লিখেছেন যা ইতোমধ্যে পাঠক মনে বেশ জায়গা করে নিয়েছে। তাঁর লেখা “বেসিক English, Tense দিয়ে ইংলিশের পোস্টমর্টেম, Royal অ্যান্টিবায়েটিক, R@yal’s Digital Grammar, Royal’s Magic Method, An Exclusive English Grammar, সবার জন্য Fill In The Blank, ইংলিশের অ্যান্টিবায়োটিক" বইগুলি দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। ইংরেজির পাশাপাশি লিখেছেন গল্প, কবিতা ও উপন্যাস। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ "প্রেমাঞ্জলি, বেদনার ফুল ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মলাটের ভেতর একটি ইতিহাস ”।