স্বাধীনতা একটি অবিরত সংগ্রাম ফারগুসন, ফিলিস্তিন এবং একটি আন্দোলনের ভিত্তি মূল অ্যাঞ্জেলা ওয়াই. ডেভিস অনুবাদ ফাতেমা বেগম Freedom Is a Constant Struggle Ferguson, Palestine, and the Foundations of a Movement Angela Y. Davis গ্রন্থ পরিচিতি অ্যাঞ্জেলা ডেভিসের ফ্রিডম ইজ এ কনস্ট্যান্ট স্ট্রাগল বইটি ফ্রাঙ্ক বারাত (একজন মানবাধিকার কর্মী এবং প্যালেস্টাইনের রাসেল ট্রাইব্যুনালের সমন্বয়কারী) এর সাথে সাক্ষাৎকার এবং বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের দর্শকদের কাছে তাঁর সাম্প্রতিক বক্তৃতাগুলির একটি সংকলন। ফার্গুসন এবং প্যালেস্টাইন সহিংসতার বিরুদ্ধে ন্যায়বিচারের জন্য সংগ্রামের মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র স্থাপনের মাধ্যমে বইটি দেখায় যে বিশ্বের সকল সংগ্রাম অবিচ্ছেদ্য। সাফল্যের জন্য সংগ্রামগুলিকে সম্মিলিত হওয়া, ইন্টারসেকশনালিটি বা আন্তঃব্যক্তিপরিচয়-মিশ্রণের বর্ণ, শ্রেণী, লিঙ্গ, যৌন বৈচিত্র্যের পারস্পরিক আন্তঃসংযোগ তত্ত¡টি সংগ্রামের আন্তঃসংযোগে প্রয়োগ করা, এবং আন্তর্জাতিক সংহতি স্থাপনের ঐতিহাসিক ধারাবাহিকতার গুরুত্ব তাঁর বিভিন্ন বক্তব্যে তুলে ধরা হয়েছে। তিনি দেখাচ্ছেন, আপাতঃদৃষ্টিতে সফল ঐতিহাসিক আন্দোলনগুলি অসম্পূর্ণ থাকার ফলে বর্ণবাদ, জাতিবিদ্বেষ, পুলিশী সহিংসতার কাঠামোগত পরিবর্তন হয়নি। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত স্তরে নয়, একটি আন্তর্জাতিক স্তরেও কাঠামোগত বর্ণবাদকে ধ্বংস করার গুরুত্ব নিয়ে তিনি আলোচনা করেছেন। বইটিতে প্রচলিত নিরাপত্তা মতাদর্শের আওতায় কারাগার প্রথার অকার্যকারিতা বিশ্লেষিত হয়েছে। সারা বিশ্ব জুড়ে চলমান বৈষম্য এবং অবিচারের মধ্যে সম্পর্ক, সংযোগ এবং অব্যাহত আন্দোলনের ব্যাপারে অন্তর্দৃষ্টি ও সংহতি তৈরী করার ব্যাপারে এই বইটি অনন্য এক সংযোজন। লেখক পরিচিতি নিপীড়িত এবং শোষিতদের পক্ষে আপোষহীন সংগ্রামী মার্কসবাদী-নারীবাদী অ্যাঞ্জেলা ইভন ডেভিস মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্মলাভ করেন। তিনি একজন বিশ্বখ্যাত রাজনৈতিক কর্মী, পণ্ডিত, লেখক এবং বক্তা । অ্যাঞ্জেলা ডেভিস ১৯৬৮ সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে দর্শনে মাস্টার্স এবং পূর্ব বার্লিনের হামবোলদ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। দর্শন, নৃতত্ব এবং নারীবাদ বিষয়ে সানফ্রানসিস্কো স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে তিনি শিক্ষকতা করেছেন। বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে এমিরেটাস অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি কৃষ্ণাঙ্গ মুক্তি, নারীবাদ, পুলিশী সহিংসতা, কারাগার বিলুপ্তি এবং ফিলিস্তিনের সাথে আন্তর্জাতিক সংহতির উপর বারোটিরও বেশি বইয়ের লেখক। তাঁকে কেন্দ্র করে নির্মিত 'ফ্রি অ্যাঞ্জেলা অ্যান্ড অল পলিটিক্যাল প্রিজনারস'- একটি বহুল প্রশংসিত ডকুমেন্টারি । অ্যাঞ্জেলা সোভিয়েত ইউনিয়নের লেনিন শান্তি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ২০১৬ সালে, তিনি সান ফ্রান্সিসকোতে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ ইন্টিগ্রাল স্টাডিজ থেকে হিলিং অ্যান্ড সোশ্যাল জাস্টিস-এ সম্মানসূচক ডক্টর অফ হিউম্যান লেটারস লাভ করেন। তিনি টাইম ম্যাগাজিনের "বছরের ১০০ নারী" সংস্করণে ১৯৭১ সালের "বছরের সেরা নারী" এবং ২০২০ সালে টাইম ম্যাগিজিনে বিশ্বের সবচাইতে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন। অনুবাদক পরিচিতি ফাতেমা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক, আইবিএ থেকে এমবিএ এবং কানাডার ব্রক বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশনাল লিডারশীপ এন্ড এডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রী লাভ করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগে ১০ বছর শিক্ষকতা করেছেন। ফাতেমা বেগম শিক্ষা ব্যবস্থা, নারী-শিশুর অধিকার, দাসত্বপ্রথা, ধর্মীয় রাজনীতি, লিঙ্গ বৈচিত্র্য সহ মানবাধিকার বিষয়ে লেখালেখি এবং গবেষণা করেন। বর্তমানে তিনি কানাডায় ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসাবে কর্মরত।
Title
স্বাধীনতা একটি অবিরত সংগ্রাম ফারগুসন, ফিলিস্তিন এবং একটি আন্দোলনের ভিত্তি