বাঙ্গালা গবেষণা একটি গবেষণামূলক প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাল : ২০১৬ স্লোগান : বাঙ্গালীর ভবিষ্যৎ উন্নতি একটি জাতির উন্নতি ও সমৃদ্ধির নিয়ামক হলো তার আত্মপরিচয়। নিজকে না জানলে নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানা যায় না। নিজের শক্তি ও দুর্বলতা বিষয়ে অবহিত না থাকলে ঐ সব দুর্বলতা অতিক্রম করা এবং ঐসব শক্তির যথাযথ ব্যবহার করা সম্ভব নয়। তাই আত্মপরিচয় জানতে বাঙ্গালাজানার বিকল্প নেই। সাধারণ মানুষ দেশের নাগরিক হিসেবে সচেতন থাকলে আত্নপরিচয়ে উদ্বুদ্ধ হয়। আত্মপরিচয় জানা শুধু যে সচেতনতার পরিচায়ক তা নয়, তা একদিকে অধিকার অন্যদিকে অত্যাবশ্যক। নিজেকে জানার জন্য তাই সময়, ক্ষমতা, অর্থ ও শ্রম ব্যয় করা অপরিহার্য। মানুষ সময়কলে চলে এবং সমাজকল মানে Ñ এই দুই কলের ব্যস্ততায় ও চাপে আত্মবোধ, আত্মপরিচয়, আত্ম্ননির্মাণ, আত্মসংগঠন, আত্মগর্ব অনুধাবনের সময় থাকে না। কিন্তু সেসবের জন্য সময় দেয়া প্রয়োজন। আজ বাঙ্গালী জাতিধারা-রক্তধারায় পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ছয় ভাগ, মোটেও কম নয়। ১০০০ বৎসর বাঙ্গালা সাহিত্যের বয়স। রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বয়স মাত্র ৫০ বৎসর। ইতিমধ্যে আমরা পৃথিবীর বুকে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি। জ্ঞানবিজ্ঞান, ব্যবসা- বাণিজ্য-উৎপাদন, খেলাধুলা ইত্যাদি বিভিন্ন দিকে উন্নতির সোপানে পা রেখেছি। সামনে আমাদের বিশাল সম্ভাবনা; কারণ আমাদের আছে একুশে ফেব্রুয়ারি, ষোলই ডিসেম্বর, বঙ্গোপসাগর, শ্রেষ্ঠতম ম্যানগ্রোভ বনভূমি, আরও অনেক কিছু। বাঙ্গালীকে হতে হবে বিত্তে ধনী, চিত্তে মুক্ত, রক্তে উদ্দীপ্ত, স্বাস্থ্যে সমুজ্জ্বল, ভ্রমণে উন্মুখ, সন্ধানে কৌতূহলী, আবিষ্কারে দৃঢ়প্রতিজ্ঞ, প্রেমে প্রবল, নৈতিকতায় স্বচ্ছ, দেশরক্ষায় শক্তিশালী। দেশপ্রেম, দেশভক্তি, দেশহিতৈষণা, দেশদীক্ষা, দেশদরদ, দেশজানা উন্নতির সোপান। কাজেই আত্মপরিচয়ের তিন পর্ব Ñ ব্যক্তি, দেশ এবং বিশ্ব Ñ তিনকেই জানতে হবে, আনতে হবে এক মঞ্চে, গাঁথতে হবে একসূত্রে। এই লক্ষ্য সামনে রেখে একটি গবেষণামূলক প্রকাশনী বাঙ্গালা গবেষণার আত্মপ্রকাশ। এখানে বাঙ্গালা-বাঙ্গালী-বাঙ্গালীত্ব, বাঙ্গালা ভাষা ও সাহিত্য, বাঙ্গালীর অর্থনীতি-রাজনীতি, বাঙ্গালীর শিক্ষা-দীক্ষা, আদর্শ, চিন্তা-মতামত, আচার-আচরণ, ধর্ম-কর্ম, ললিতকলা, স্থাপত্য, ইতিহাস, ঐতিহ্য, ভূগোল, সমুদ্র, বন, মাটি ঔষধবিদ্যা, শিল্পকলা, বাঙ্গালীর অতীত বর্তমান ভবিষ্যৎ তথা বাঙ্গালী জাতি সম্পর্কে অনুসন্ধানমূলক গবেষণা করা হয়। সেই সাথে প্রতিবেশী দেশসহ বিশ্ব সম্পর্কেও গবেষণা করা হয়। আমরা দেশের মেহনতি মানুষের মুক্তিতে জ্ঞানের চর্চা বিকশিত করতে গ্রন্থ প্রকাশ করব। এসব গবেষণা আমরা ক্রমান্বয়ে বাঙ্গালা গবেষণার মাধ্যমে প্রকাশ করছি এবং করব। দেশের জ্ঞানী-গুণী-বিশেষজ্ঞ এবং অন্যান্য আগ্রহী ব্যক্তিগণ এইসব গবেষণা-কর্ম সম্পাদন করেন।