ফাইভ আইজ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আন্তর্জাতিক গোয়েন্দা সহযোগিতার জোট। ২০১০ খৃষ্টাব্দ পর্যন্ত এর অস্তিত্ব খুব গোপন রাখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংকেতভেদকদের কাহিনী থেকে সর্বশেষ পশ্চিমা গণতন্ত্রের প্রতি রাশিয়ার হুমকি, চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ পর্যন্ত জাতীয় নিরাপত্তাকে যা ভিন্নরূপ দিয়েছে, রিচার্ড কেরবাজ জোট গঠনের পর তার আশি বছরের ইতিহাস এই বইয়ে অত্যন্ত নিপুণভাবে গ্রন্থিত করেছেন। জোটের অভিজাত সদস্য সংস্থাগুলো, যেমন এঈঐছ, গও৫, গও৬, ঘঝঅ, ঈওঅ, ঋইও, অঝওঙ গোয়েন্দা তথ্য বিনিময় করেছে, লোকবল ও প্রযুক্তি জড়ো করেছে ও পেশাদারী দক্ষতা আদান-প্রদান করেছে। তারা একে অন্যকে সবসময় বিশ্বাস না করলেও শত্রুকে ব্যর্থ করার এক উদ্দেশ্যে কাজ করেছে। এটি বেশ কিছু চমকপ্রদ চরিত্রেরও গল্প, যেমন কেশবিন্যাসকারীর ছদ্মবেশে নাৎসি গুপ্তচর, আমেরিকার গার্হস্থ্য অর্থনীতির শিক্ষক সোভিয়েত গুপ্তচরবৃত্তির মোকাবেলার জন্য কম্পিউটার প্রোগ্রাম রচনায় সাহায্য করলেন, ও ২০১৩-র এডওয়ার্ড স্নোডেনের গোয়েন্দা তথ্য ফাঁস করে দেওয়ার সময় এঈঐছ-র প্রধান। কয়েক বছর ধরে নিখুঁতভাবে গবেষণা করে, বিশ্ব নেতৃবৃন্দসহ একশোরও বেশি সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তার সাক্ষাৎকার সমৃদ্ধ ‘দ্য সিক্রেট হিস্টরি অব দ্য ফাইভ আইজ’ আন্তর্জাতিক গোয়েন্দা বইয়ের তালিকায় একটি উল্লেখযোগ্য সংযোজন।
Title
পাঁচ দেশের গুপ্তচর ফাইভ আইজ আন্তর্জাতিক গোয়েন্দা চক্রের অজানা কাহিনী