গ্রন্থ পরিচিতি: আত্মহত্যা বাংলাদেশ প্রেক্ষাপট “মানবেতিহাসের প্রারম্ভিক কাল থেকেই আত্মহত্যার কথা জানা যায়। বেঁচে থাকার প্রবল ইচ্ছের সাথে সম্পূৰ্ণ বিপরীত আত্মহননের ইচ্ছে কীভাবে যে লুকিয়ে থাকে ! সভ্যতার অভিযাত্রার সাথে আত্মহনন আমাদের পিছু ছাড়ছে কই ! সারা বিশ্বে প্রতিদিন, প্রতি মিনিটে অন্তত একজন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে । আত্মহত্যা তাই নিশ্চিতভাবেই একটা বৈশ্বিক গণস্বাস্থ্য সমস্যা । বাংলাদেশও তার বাইরে মোটেই নয় । তারপরেও দেশের আত্মহত্যা সম্পর্কে আমাদের জানাশোনা একেবারেই ভাসা-ভাসা । মূল কারণ এসংক্রান্ত নির্ভরশীল তথ্য-উপাত্তের অভাব, সকল স্তরে বিদ্যমান ঔদাসীন্য, অদ্ভুত অসহায়ক সামাজিক দৃষ্টিভঙ্গী , ধারণা ও আচরণ । বিপরীতে এবিষয়ে পরিষ্কার ধারণা , সচেতনতা ও যথার্থ পদক্ষেপ আমাদেরকে আত্মহত্যা ঠেকাতে সঠিকভাবে সাহায্য করবে । “আত্মহত্যা : বাংলাদেশ প্রেক্ষাপট” বইটি উপর্যুক্ত কাজগুলো এগিয়ে নিতে নিঃসন্দেহে সহায়ক উপকরণ হিসেবে প্রতীয়মান হয় । এটি Suicide in Bangladesh: Epidemiology, Risk Factors, and Prevention এর বাংলা অনুবাদ । মূল বইটি আমার পড়ার সুযোগ হয়েছে । বাংলাদেশের আত্মহত্যার প্রেক্ষিত বিজ্ঞানসম্মত উপায়ে জানা ও বোঝার জন্যে এটি শুধুমাত্র প্রথমই নয়, গুণগত বিচারে একটি আকর গ্রন্থ । আত্ম্যহত্যা সংক্রান্ত বৈশ্বিক তথ্যভাণ্ডারে এটি এক উজ্জ্বল সংযুক্তিও বটে । বাংলাদেশের প্রেক্ষাপটে আত্মহত্যা সংক্রান্ত প্রতিনিধিত্বকারী গবেষণা নিবন্ধসমূহ বইটিতে সংকলিত করা হয়েছে । সম্পাদকদ্বয় (এস এম ইয়াসির আরাফাত ও মুরাদ মুসা খান) পণ্ডিত ব্যক্তি । তাঁরা কাজটি সুচারুরূপে সম্পন্ন করেছেন । মানসিক স্বাস্থ্য ও সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহে তাঁদের প্রচুর গবেষণা কাজ ও অভিজ্ঞতা রয়েছে । সংকলক আরাফাত তো এদেশে এই ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র এবং আত্মহত্যা সংক্রান্ত গবেষণাকর্মে একজন প্রাধিকারিক। সম্পাদকদ্বয় ও এই বইতে অবদানকারী সকল নিবন্ধ লেখককে অন্তহীন অভিনন্দন জানাই । বইটি অনুবাদের খুব প্রয়োজন ছিল । চিন্তক ও গবেষক ছাড়াও বিস্তৃত পরিসরে আত্মহত্যা সংক্রান্ত মৌলিক ও দরকারি তথ্য ও জ্ঞান ছড়িয়ে দেয়া বিষয়টি মোকাবেলার জন্যে খুব দরকার । অনুবাদকগণ (এস এম ইয়াসির আরাফাত , এম মুনতাসীর মারুফ ও তনিমা তাসনিম মৌলি) নিষ্ঠা ও যত্নের সাথে তাঁদের দায়িত্ব পালন করে এই প্রয়োজনটি পূরণ করেছেন । অনুবাদকর্মটি এতটাই সাবলীল হয়েছে যে একবারও মনে হয়নি যে অনুবাদ পড়ছি । এই মহৎ কাজের জন্যে অনুবাদকত্রয়ীকে অনিঃশেষ ধন্যবাদ জানাই । আত্মহত্যা নিঃসন্দেহে একটি প্রতিরোধযোগ্য সমস্যা । আত্মহত্যা সংক্রান্ত স্বচ্ছ ধারণা ও গণসচেতনতা এবং চূড়ান্তভাবে এর প্রতিরোধে বইটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেই আমার বিশ্বাস । বিপন্ন বিস্ময় এই আত্মহত্যা সংক্রান্ত বিষয়ে প্রামাণ্য গ্রন্থটির মুখবন্ধ লেখার বিশেষাধিকার পেয়ে আমি ধন্য । বইটির বহুল প্রচার কামনা করি । উপযুক্ত ব্যক্তিদের হাতে বইটা পৌঁছে যাক ।”- মোহাম্মদ এস আই মল্লিক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।