‘উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদ, সামন্তবাদ ও সকল প্রকার আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে দক্ষিণ এশিয়ায় যে নামটি সর্বাগ্রগণ্য, তিনিই তো শোষিত বঞ্চিত নির্যাতিত মেহনতি মজলুম মানুষের একান্ত আপনজন জননায়ক মওলানা আবদুল হামিদ খান ভাসানী। স্বাধীনতার তাৎপর্য, শোষণমুক্ত সমাজ নির্মাণের গুরুত্ব, সমাজতন্ত্রের অনস্বীকার্য প্রয়োজনীতা তাঁর মতো করে আর কেউ সাধারণ মানুষের অন্তর অবধি পৌঁছে দিতে পারেননি। অন্যদিকে তিনি আমাদের শত্রু মিত্র সনাক্ত করার নির্ভুল ডিটেক্টর, ব্যারোমিটার। দিক নির্ণয়ের আদি অকৃত্রিম কম্পাস। এইজন্য শতাব্দীকাল বিস্তৃত জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন, মাস বছর, যুগ তাঁকে কাটাতে হয়েছে অহিংস-সহিংস সংগ্রামে। আপস বা ওই জাতীয় সুবিধাপন্থী কোন শব্দ বা কায়দা কানুনের সঙ্গে মওলানার কখনোই দেখা সাক্ষাৎ হয়নি। মহাসাগরের অপরিমেয় সচ্ছলতা, শক্তি ও গর্জনকে যদি মানবিক অবয়ব দেয়া যেতো তাহলে হয়তো তার শিরোনাম হতো মওলানা ভাসানী।’ –আবদুল হাই শিকদার ১৯৭০-এর নির্বাচনের সময় মওলানা ভাসানীর উপর প্রকাশিত হয় দ্বিতীয় গ্রন্থ ‘সংগ্রামী জননেতা মওলানা ভাসানী’, মোশরাফ উদ্দীন ভ‚ঞা ও আবুল ওমরাহ মুহম্মদ ফখরুদ্দীন সম্পাদিত। মোশরাফ উদ্দীন ভ‚ঞা ছিলেন সুপরিচিত চলন্তিকা বইঘরের স্বত্বাধিকারী। এবং আবুল ওমরাহ মুহম্মদ ফখরুদ্দীন ছিলেন সে সময়কার খ্যাতনামা সাংবাদিক। নতুন করে বিস্মৃত এ গ্রন্থটি সম্পাদনা করেছেন আবদুল হাই শিকদার।
Abdul Hye Sikder- জন্ম ১ জানুয়ারি ১৯৫৭ ৷৷ ছাট গোপালপুর গ্রামে। পিতা কৃষিবিদ ওয়াজেদ আলী শিকদার। জননী হালিমা খাতুন। মওলানা ভাসানীর দীর্ঘ ছায়ায় আশৈশব বেড়ে ওঠা তার । পিতার সাহায্যে তাঁর প্রথম লেখা ’নদী’। পড়ালেখার বেশিরভাগ কেটেছে রংপুরের কারমাইকেল কলেজে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছিলেন স্নাতক সম্মান।তারপর নিয়েছেন স্নাতকোত্তর। পুরো পরিবার অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে । প্রিয় কবি মনসুর আহমদ । স্বপ্ন ছিল চে গুয়েভারা হওয়ার। লেখালেখির শুরু স্কুলজীবন থেকেই। বিকাশ আশির দশকে। পেশা জীবন শুরু সাংবাদিকতা দিয়ে, এখনও আছেন সেই পেশাতেই। সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুই দুইবারের নির্বাচিত সভাপতি তিনি । মাঝে নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে এসেছেন নজরুল ইন্সটিটিউট-এ। নজরুলের ওপর নির্মাণ করেছেন তিনটি তথ্যচিত্ৰ । স্বাধীন বাংলাদেশের প্রথম নিয়মিত সাহিত্য মাসিক "এখন"-এর তিনি মূল স্থপতি। কবিতা, শিশুসাহিত্য, জীবনী, গল্প, গবেষণা, ভ্ৰমণ, চলচ্চিত্র-সব মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা এখন শতাধিক । বাংলাদেশ টেলিভিশনের শিকড় সন্ধানী ম্যাগাজিন ‘কথামালার” পরিকল্পক, উপস্থাপক। কবিতার জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ অন্যান্য পুরস্কার। স্ত্রী আবিদা শিকদার, পুত্র পরম ও কন্যা প্রকৃতিকে নিয়ে রাজধানীর শহরতলীতে তার সংসার।