তোহফাতুল বারী শরহু সহীহিল বুখারী কিতাবটি মূলত সিহাহ সিত্তার প্রসিদ্ধ হাদীসগ্রন্থ সহীহ আল বুখারী-এর পূর্ণাঙ্গ বাংলা ব্যাখ্যাগ্রন্থ। সহীহ আল বুখারী কিতাবটি হাদীসের কিতাবাদির মধ্যে সর্বশ্রেষ্ঠ। এ কিতাবের লেখক হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী (র)। এ কিতাব সংকলনের পর থেকে অদ্যাবধি পৃথিবীর সকল আলেম এ ব্যাপারে একমত যে, আকাশের নীচে কুরআনুল কারীমের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো ‘সহীহ আল বুখারী’। প্রায় হাজার বছরের অধিক কাল ধরে আলোচ্য কিতাবটির পঠন-পাঠন পৃথিবীর প্রায় অধিকাংশ রাষ্ট্রে অব্যাহত রয়েছে। বিভিন্ন ভাষায় আলোচ্য কিতাবটির অনুবাদ ও ব্যাখ্যাগ্রন্থ রচিত হয়েছে। বাংলা ভাষায় সহীহ আল বুখারী-এর সার্থক কোনো ব্যাখ্যাগ্রন্থ রচিত হয়নি। বর্তমানে সে শূন্যতাটি পূরণ করল এ তোহফাতুল বারী। ব্যাখ্যাগ্রন্থটির কতিপয় বৈশিষ্ট্য হলো। ১. সহজবোধ্য অনুবাদ। ২. উসূলে হাদীস সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। ৩. হাদীসশাস্ত্র চর্চার ইতিহাস। ৪. উপমহাদেশে হাদীসশাস্ত্র চর্চার ইতিহাস। ৫. গ্রন্থের ভূমিকায় পৃথকভাবে সুলাসী সনদবিশিষ্ট হাদীসসমূহ প্রদান। ৬. পূর্ণ সনদসহ সহীহ বুখারীর মতন উল্লেখ। ৭. অধ্যায়ের পূর্বাপর যোগসূত্র উল্লেখকরণ। ৮. প্রতিটি বাবের অধীনে বর্ণিত হাদীসগুলোর সঙ্গে বাবের সামঞ্জস্য বিধান। ৯. প্রতিটি শিরোনামের উদ্দেশ্য উল্লখকরণ। ১০. প্রতিটি হাদীসের রাবী পরিচিতি প্রদান। ১১. আরবি ও বাংলা শিরোনামযোগে সংশ্লিষ্ট বিষয়ের প্রামাণ্য তথ্য উল্লেখ। ১২. পয়েন্টভিত্তিক হাদীস-সংশ্লিষ্ট বিধানগুলো উল্লেখ। ১৩. পয়েন্টভিত্তিক মতভেদপূর্ণ মাসয়ালার সমাধান। ১৪. কঠিন ও দু®প্রাপ্য শব্দের তাহকীক ও বিশ্লেষণ। ১৫. প্রশ্নোত্তরে হাদীসের সূক্ষ ও তত্ত্বমূলক আলোচনা উপস্থাপন।