এই বইয়ের সবকটি গল্পেরই পটভূমিতে রয়েছে ১৯৭১ অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ। তবে মুক্তিযুদ্ধের যে ছকবাঁধা গল্প-উপন্যাসের সঙ্গে আমরা সচরাচর পরিচিত, এ গল্পগুলো মোটেও সেরকম নয়। গল্পগুলো পড়তে শুরু করে প্রথমদিকে হয়তো টেরই পাওয়া যায় না, এর কাহিনির সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক আছে। একটা পর্যায়ে বা একবারে শেষে এসে যখন সেটা আবিষ্কৃত হয়, তখন পাঠকের জন্য তা এক বিরাট চমক হয়ে দেখা দেয়। শুধুতাই নয়, পাঠশেষে মনকে অনেকক্ষণ আবিষ্ট করে রাখে। আমরা বলে থাকি, আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। এটি স্রেফ কথার কথা নয়। দেশের সকল শ্রেণি-পেশার মানুষ, গ্রাম-শহর নারী পুরুষ ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে, সেদিন যার যার অবস্থান থেকে এই যুদ্ধে অংশ নিয়েছে। স্বাধীনতার জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছে। সবাই মুক্তিবাহিনীতে নাম লিখিয়ে যুদ্ধ করেনি। এমনকি শত্রুর সহযোগীর ছদ্মাবরণেও কেউ কেউ দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে অংশ নিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের এই বহুমাত্রিক চরিত্রটিই ফুটে উঠেছে বইয়ের গল্পগুলোর মধ্য দিয়ে। কাহিনি বয়ানের দক্ষতার সঙ্গে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিরও পরিচয় পাওয়া যায় গল্পগুলোতে। রচনা হিসেবে গল্পগুলোকে যা ভিন্ন তাৎপর্য দিয়েছে। সেদিক থেকে আমাদের মুক্তিযুদ্ধের সাহিত্যে বাদল সৈয়দের ছোটগল্প সংকলন আকাশে অনেক মুখ এক অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হবে। প্রচ্ছদ: ধ্রুব এষ
নাম- বাদল সৈয়দ। তবে পোশাকি নাম সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। বাদল সৈয়দ- দিনে চাকুরে, রাতে পাঠক। তাঁর সিগনেচার উক্তি হচ্ছে, “আসুন মায়া ছড়াই।" এর মাঝে মাঝে ‘অক্ষম’ কলমে মাঝে মাঝে লেখার চেষ্টা করেন। জন্ম-১৮মে, ১৯৬৮ পড়াশুনা- এমএসএস (লোক প্রশাসন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা বিজ্ঞানে অনলাইন সার্টিফিকেট কোর্স করেছেন। স্থায়ী ঠিকানা- গোমদন্ডী, বোয়ালখালি, চট্টগ্রাম। পেশা- সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠানে খন্ডকালীন কাজ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতাও করেন।চাকুরিতে যোগদান- ২৫ এপ্রিল ১৯৯৪ সাহিত্যে প্রবেশ-আশির দশক। প্রতিষ্ঠাতা- ১.পে ইট ফরোয়ার্ড (বিপন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। ২. মার্চ ফরোয়ার্ড -বিনামূল্যে বা মাসিক ১০০ টাকায় অন লাইন শিক্ষা দিয়ে থাকে ৩.অনেস্ট- বিনামূল্যে বা স্বলমূল্যে পণ্য সরবরাহ করে ৪.প্যারেন্টস লাউঞ্জ- সিনিয়র সিটিজেনদের বিনোদন কেন্দ্র। ৪.উম্মুক্ত লাইব্রেরি।