সমকালে প্রথিযশা একজন বিগদ্ধ চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং সাহিত্যিক আবুল ফজল নিজের নির্বাচিত গল্প সম্পর্কে যা ভাবতেন তা জানা যেতে পারে শুরুতেই; ‘আমার অন্যান্য লেখার মতো এ লেখাগুলোতেও আমাদের সামাজিক বিবর্তনের কিছুটা ছায়াপাত ঘটেছে এবং কোনো কোনো গল্পে তা গল্পের চেয়েও বড় হয়ে উঠেছে। শুধু গল্পের খাতিরে গল্প আমি খুব বেশি লিখিনি। সাহিত্যের যে এক বিশেষ সামাজিক ভূমিকা আছে গোড়া থেকেই এ ধারণা আমার বদ্ধমূল। ব্যক্তি সমাজকে ব্যবহারিক জীবনে, দৈনন্দিক অভ্যন্তর চোখ দিয়ে যেটুকু দেখা, বা জানা তা নেহাত খণ্ডিত ও বিচ্ছিন্ন। সাহিত্য আর শিল্পের আলোয় জানাই হচ্ছে যথার্থ জানা।’ আবুল ফজলের এই বক্তব্যে প্রধানত দুটো জিনিস পরিলক্ষিত হয়: দায়িত্ববোধ ও সাহিত্যপ্রভাব। হ্যাঁ, এ দুটোই তাঁর গল্পসমূহে দীপ্তমান। বচন ভাষাসম্ভার ভাষাপদ্ধতি তথা সাহিত্যভাষা থেকে নিষিক্ত বলে তা আরো দ্যুতিময়। আবুল ফজলের বুদ্ধির মুক্তি ও ধারালো প্রগতিবাদী প্রবন্ধের বাইরেও তাঁর ছোটগল্পও যে পাঠককে বিমল আনন্দ দিতে সক্ষম এবং এখনো গল্পগুলোর প্রাসঙ্গিকতা বিরাজিত, তার প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করাই সংকলনটির উদ্দেশ্য। বৃহতের ভেতরে প্রায়ই ক্ষুদ্র অদৃশ্য, অদৃষ্ট থেকে যায়। বাংলা সাহিত্যের ধারাবাহিক পরম্পরাকে উপলব্ধি করতে এই গল্পসংকলনটি আগ্রহী পাঠককে নিঃসন্দেহে কিছুটা সহযোগিতা করবে। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ছোটগল্পের সংকলনে এটি একটি অনন্য সংকলন হিসেবে নিঃসন্দেহে যুক্ত হবে।
মননশীল চিন্তাবিদ, শিক্ষাব্রতী, মানবদরদি আবুল ফজলের জন্ম ১৯০৩ সালের পহেলা জুলাই। বাবা মৌলানা ফজলুর রহমান ছিলেন বিজ্ঞ আলেম। ১৯২৩ সালে নিউস্কিম মাদ্রাসা থেকে প্রবেশিকা ও ১৯২৫তে ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯২৮-এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. এবং ১৯২৯-এ ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিটি পাস করেন। এগার বছর পর ১৯৪০-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. পাস করেন। স্কুল-কলেজে চাকরি করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী আবুল ফজল জাতির সংকট মুহূর্তে নির্ভীক ভূমিকা পালন করেছেন। বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য ভূষিত হয়েছেন বাংলা একাডেমী পুরস্কার, রাষ্ট্রিয় সাহিত্য পুরস্কার ও সমকাল পুরস্কারে । ১৯৭৫-এ পেয়েছেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি । ১৯৮৩, ৪ মে, রাত ১১টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।