True Friends of Children: English Alphabetical Rhymes, a book of simple and fun methods for introducing children to wonders of learning, shows how to harness powers of imagination and intelligence in children and how to foster brilliance with a storehouse of rhymes and rhythm, words and idioms and facilitates reading, reciting and speaking, in addition to the traditional skills of remembering and understanding. The book contains wonderful exercises in rhythmic words and objects, opens up horizons of creative imagination and good food for thought children of all ages can digest. It systematically presents lessons that help develop imagination in familiar contexts and aspects of creative intelligence, building it all on elementary topics of everyday life, in deliciously provocative and educative ways. All rhymes, A through Z, are arranged in alphabetical order and are designed to help develop skills of reading, writing, spelling, speaking and reciting. Topics covered include language, mathematics, sciences, social studies, health and welfare, elementary and information technologies, and communication skills with a view to help our children remember things, develop clear concepts, revise ideas and develop new ones, unlock imagination in a digital world. They can save time and concentrate and make progress all the time. Children learn to think from very early on. One good book can help a child think, enjoy, learn and ask better. Questions help children grow aware of their surroundings. The child-friendly design and homely presentation of True Friends of Children: English Alphabetical Rhymes can help our children think better and ask more about life. The author, Shawal Khan, makes a meticulous contribution to learning by example methods in child education. To internalize beauty of learning is to ensure success in early stages of education for every child.
শাওয়াল খান জন্ম ২০ ফেব্রুয়ারি ১৯৬৬। মহেশখালি, ককসবাজার। পিতা: কলিম উল্লাহ খান, মাতা: মুস্তাফা খান। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এম.এ ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকাল থেকেই তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখি করে আসছেন। বাংলা একাডেমী পরিচালিত তরুণ লেখক প্রকল্পের আওতায় ১৯৯৬ সালে বাংলা একাডেমী থেকে অক্টোপাস নামে তার একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়। ইংল্যান্ডে উচ্চশিক্ষা পর্যায়ে CROSS CULTURAL STUDIES বিষয়ের পাঠ্যবই THE SCARLET THREAD: AN INDIAN WOMAN SPEAKS 01 অনুবাদে রাঙাডােরা নামে ২০০২ বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহে রাঙাড়ােরা সমাজকল্যাণ ও সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তার বেশ কিছু প্রবন্ধ দেশের বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেসব থেকে বাছাইকৃত শিক্ষাবিষয়ক প্রবন্ধ নিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা, সাক্ষরতা ও সাক্ষরতা উত্তর অব্যহত শিক্ষা বিষয়ক গবেষণামূলক গ্রন্থ শিক্ষা জগৎ বাংলা একাডেমী থেকে প্রকাশের (বর্তমানে যন্ত্রস্ত) অপেক্ষায় আছে। তাঁর অনুবাদে চীনা উইগার মুসলিমদের উপকথা আফেন্দি নাসিরুদ্দিনের বুলিগল্প পুস্তকাকারে প্রকাশের পথে। বর্তমানে দৈনিক নয়া দিগন্তে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এছাড়াও প্রকাশের অপেক্ষায় আছে শিক্ষাবিষয়ক গবেষণামূলক গ্রন্থ শিক্ষার চাহিদা ও শিক্ষার যােগান। শাওয়াল খান সরকারি ও বেসকারি পর্যায়ে পরিচালিত উপানুষ্ঠানি শিক্ষা কার্যক্রম তথা অব্যাহত শিক্ষা কার্যক্রমের সাথে দেড় যুগ ধরে। সম্পৃক্ত। তিনি ছড়া, সাহিত্য ও কথা সাহিত্য রচনার পাশাপাশি বর্তমানে শিশুশিক্ষা ও নারীশিক্ষা এবং অব্যাহত শিক্ষা গবেষণায় নিয়ােজিত। এছাড়াও মার্কিন সাম্রাজ্য পতনের পরে, ব্রেইন চাইল্ড, বিশ্ব সংস্কৃতি এবং গ্রিমভাইদের রচনাবলী অনুবাদ করেছেন।