"ড. মুহম্মদ শহীদুল্লাহ" বইটির 'দুটি কথা' অংশ থেকে নেয়াঃ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ভারত বাংলাদেশ তথা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ মুসলমান বাঙালী, এ কথা ভারত ও বাংলাদেশে সর্ববাদী সম্মত। বিশ্বের অন্যতম ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ আন্তর্জাতিক পরিমন্ডলেও বিখ্যাত এবং শ্রদ্ধেয়। ক্ষণজন্মা এই মনীষীর কথা বিস্মৃত হওয়ার কথা নয়। তার মতাে এমন বিদ্বান ও প্রতিভাবান ব্যক্তি ভারতীয় উপমহাদেশে আর কেউ আবির্ভূত হয়নি আজও। সারাটি জীবন জ্ঞান অন্বেষণ ও সাধনা করে গেছেন তিনি। বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অবদান যুগ যুগ ধরে বাঙলা ভাষাভাষীরা তথা বাঙালীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, তিনি দাড়ি টুপিওয়ালা বলে তার জীবন, সাহিত্য ও গবেষণা কর্মের খুব বেশি মূল্যায়ন হয়নি বলে আমার মনে হয়। এই জ্ঞান তাপস ব্যক্তিটিকে আমাদের সবার কাছে তুলে ধরে বিশেষ ভাবে পরবর্তী প্রজন্মকে জ্ঞান অন্বেষণে উৎসাহিত করা নৈতিক দায়িত্ব লেখক সমাজের। যত দূর জেনেছি, ভারতে আযহারউদ্দিন খান এবং বাংলাদেশে ড. গােলাম সাকলায়েন এবং অন্যান্য কয়েকজন কিছু কাজ করেছেন, যা যথেষ্ট নয়। আমার কামনা, এই বিদ্যা বাচস্পতিকে আমরা যেন ভুলে না যাই। দুংখের সঙ্গে বলতে হয়, ভারত বাংলাদেশে কত কবি, সাহিত্যিকের জন্ম ও মৃত্যু বার্ষিকী পালিত হয় কিন্তু এই ব্যক্তিটির জন্য কিছুই হয় না। এমন কি তাঁর জন্ম ও মৃত্যু দিবসে তাঁর সমাধিতে কেউ দুটি ফুলও দেয় না। তাঁর সম্পর্কে আমার জ্ঞান সীমিত। পড়াশােনাও নেহায়েত কম। তবু তাঁর সম্বন্ধে কিছু লেখার তাগিদ অনুভব করে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।