দ্রাবিড় বাংলার রাজনীতি বইটিতে লেখক বাংলার রাজনৈতিক ঘটনাবলির ওপর যে টর্চ লাইটের আদ্রাবিড় বাংলার রাজনীতি বইটিতে লেখক বাংলার রাজনৈতিক ঘটনাবলির ওপর যে টর্চ লাইটের আলো ফেলেছেন তা চলমান রাজনৈতিক দলান্ধ চৈতন্য থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই বইটির পাতায় পাতায় বয়ে চলা বাঁক ও রহস্যে কেউ হাসবেন, কেউ ভ্রু কোঁচকাবেন, কেউ আবেগাপ্লুতও হতে পারেন। কিন্তু কে কী ভাবলো তা আমলে না নিয়ে লেখক নিশ্চিন্তে বইটিকে পাঠকের হাতে তুলে দিয়েছেন। ২০৭ পৃষ্ঠা এবং চার অধ্যায়ে সাজানো বইটির শুরুতে পুঁজিবাদ, কমিউনিজম ও ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা- পরবর্তী অধ্যায়গুলো অনুধাবনের জন্য পাঠককে প্রস্তুত করার একটা প্রয়াস চালিয়েছেন লেখক। লো ফেলেছেন তা চলমান রাজনৈতিক দলান্ধ চৈতন্য থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই বইটির পাতায় পাতায় বয়ে চলা বাঁক ও রহস্যে কেউ হাসবেন, কেউ ভ্রু কোঁচকাবেন, কেউ আবেগাপ্লুতও হতে পারেন। কিন্তু কে কী ভাবলো তা আমলে না নিয়ে লেখক নিশ্চিন্তে বইটিকে পাঠকের হাতে তুলে দিয়েছেন। ২০৭ পৃষ্ঠা এবং চার অধ্যায়ে সাজানো বইটির শুরুতে পুঁজিবাদ, কমিউনিজম ও ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা- পরবর্তী অধ্যায়গুলো অনুধাবনের জন্য পাঠককে প্রস্তুত করার একটা প্রয়াস চালিয়েছেন লেখক।
সৈয়দ মবনুর জন্ম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে ১৯৭০ সালের ৭ ফেব্রুয়ারী । মা-বাবার সাথে স্থায়ী বসবাসের জন্য ইংল্যান্ড গেলেও দেশে ফিরে আসেন লেখালেখির জন্য। লিখছেন কবিতা, গল্প, প্রবন্ধ ও গান। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার সৈয়দ মবনু। রাজনীতি ও সমসাময়িক বিষয়ে চিন্তা, মতামত ও বিশ্লেষণের জন্য সুখ্যাতি রয়েছে। সম্পাদনা করেছেন সৃজনমুখর ছোটকাগজ ‘নগর’। পলি মাটির দেশ বঙ্গভূমির নরোম হৃদয়ের মানুষকে নিয়ে ভাবেন সব সময়। এই দেশের পথে পথে হাঁটেন। আত্মা দিয়ে আত্মা খুঁজেন। ভালোবাসার কথা বলেন। ইতোমধ্যে তাঁর প্রায় অর্ধশত গ্রন্থ প্রকাশ হয়েছে। উল্লেখযোগ্য- দয়াদর্শন, দ্রাবিড় বাংলার রাজনীতি, উর্দু ভাষা ও সাহিত্য : উৎস ও ক্রমবিকাশ, লাহোর থেকে কান্দাহার, বৃটেনের নদী উপাখ্যান ও অন্যান্য, মুক্তিযুদ্ধ এবং উলামায়ে কেরাম, আত্মার অনুবাদ (কবিতা), ঝরাপাতার শূন্য সময় (কাবিতা), পাতালাতার পিরমুর্শিদি (কবিতা), জালালের তরী (গান), মার্কস চিন্তার সহি তফসির, মুক্তচিন্তার ইশতিহার, নেতৃত্ব, রোহিঙ্গা : প্রেক্ষিত বাংলাদেশ, সকলের শেখ মুজিব প্রভৃতি।