বিজ্ঞানচেতনা প্রসারে নিবেদিত তরুণ আসিফ ডিসকাশন প্রজেক্টের মাধ্যমে প্রথম সবার দৃষ্টি আকর্ষণ করেন। কসমিক ক্যালেন্ডার, নক্ষত্রের জন্ম-মৃত্যু, প্রাণের উৎপত্তি ও বিবর্তন, আন্তনাক্ষত্রিক সভ্যতা ইত্যাদি জটিল বিষয়ে দর্শনীর বিনিময়ে বক্তৃতার আয়ােজনের মধ্যে আছে অভিনবত্ব ও কল্পনার দুঃসাহস। এমনি আড়াই শতাধিক ডিসকাশনের সফল উদ্যোক্তা আসিফ, ব্যতিক্রমী স্বভাব থেকে স্রেফ আসিফ নামে পরিচিত হতে চান, তাঁর প্রথম গ্রন্থ লিখেছেন কার্ল সাগান ও মহাজাগতিক বাস্তবতা বিষয়ে। বিজ্ঞানভিত্তিক সভ্যতা বিষয়ে উৎসাহের কারণে আসিফ সহজেই প্রাণিত বােধ করেছেন সাগানের জীবন ও কর্ম দ্বারা এবং সাগানকে অবলম্বন করে বিজ্ঞানের এক মহাদিগন্ত বাঙালি পাঠকদের সামনে উন্মােচন করতে প্রয়াসী হয়েছেন। মহাজাগতিক পথে কেবল বিজ্ঞানীরাই বিচরণ করবেন না, সৃষ্টির গভীরে দৃষ্টিপাত করবে সকল মানুষ, উপলব্ধি করবে বিজ্ঞানের অপার মহিমা এবং সেই জানার মধ্য দিয়ে নিজেদের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি যাবে পাল্টে—এমনি কামনা থেকে রচিত এই মহাজাগতিক বিজ্ঞানপরিচিতিমূলক গ্রন্থ পাঠক-সমাদর অর্জন করবে বলে আস্থাশীল হওয়া যায়। কেননা কৃশকায় এই বইটি বলছে বিশালাকায় মহাজাগতিক জীবনসত্যের কথা।