কিয়ামতের পূর্বে এমন কিছু আলামত প্রকাশ পাবে যা দ্বারা স্পষ্টভাবে প্রতিয়মান হবে যে কেয়ামত অতিনিকটে। কিয়ামতের আলামত দুই ভাবে বিভক্ত এক, ছােট ছােট আলামত যেগুলাে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম এর আগমনের পর থেকে শুরু হয়েছে। দুই, বড় বড় আলামত সমূহ যেগুলাে অচিরেই ধীরে ধীরে প্রকাশ পাবে এসকল আলামতের কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম সাড়ে ১৪ শত বছর পূর্বে দৃঢ়তার সাথে বর্ননা করেছেন এবং উম্মতকে এসকল বিষয়ে সতর্ক করেছেন। কিয়ামতের বিভিন্ন আলামত সম্পর্কে আপত্তিকর উক্তি শােনা যাচ্ছে তাই এমুহূর্তে কোরআন ও হাদীসকে সামনে রেখে এবিষয়ে কলম ধরা অত্যান্ত প্রয়ােজন ছিল আর সেদিকে লক্ষ রেখেই এই বইয়ের সংকলন। সমকালীন ঘটনাবলির অবিরাম আঘাতে আঘাতে ক্লান্ত যারা, বার বার বলেন-দেখুন সামনে আরাে কি হয়। তাই বলি চির সত্যবাদী নবীর ভাষ্যে। সেই ভবিষ্যত বাণী চির সত্যতার সাথে ঘটে চলছে এবং ভবিষ্যতেও ঘটবে আর তার কথা অসত্য হবেই বা কি করে অথচ তার সম্পর্কে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন। আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কিছুই রচনা করেন না তার উক্তি কেবল ওহী যা তার প্রতি প্রেরিত হয়। (সূরা নাজম)