ফিরে যাচ্ছে মেঘ জন্ম ২৫ নভেম্বর ১৯৫৮ সালে ঢাকায়। বড় হয়েছেন বরিশালে। সেখানে পড়াশোনাকালে যুক্ত হয়েছেন লিটল ম্যাগাজিন আন্দোলনে। বের করেছেন অনিয়মিত কবিতা সংকলন শব্দফুল নীলিমা, অসঙ্গতি, রৌদ্রের গান। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ শেষে দেশে কবিতার সে এক উত্তাল সময়। বরিশাল শহর তখন তরুণ কবিদের পদধ্বনিতে মুখরিত। এসময় ১৯৭৫ সালে নদীর দেশ বরিশাল সংখ্যা সাপ্তাহিক বিচিত্রায় কবি পরিচয়ে তিনি সামনে আসেন। এরপর কবিতাই তাকে নিয়ে গেছে হাত ধরে দৈনিক বাংলার সিঁড়ি ভেঙে কবি আহসান হাবীব, কবি শামসুর রাহমানের স্নেহ ছায়ায়। উৎসাহ পেয়েছেন কবি রফিক আজাদ, কবি আসাদ চৌধুরীর কাছ থেকে। ১৯৭৭ এ বরিশালে গড়ে তোলেন প্রগতিশীল লেখকদের সংগঠন বাঙলাদেশ লেখক শিবির বরিশাল শাখা। সক্রিয় হয়েছেন বিপ্লবী ধারার ছাত্র সংগঠন গড়ে তুলতে ১৯৭৯-১৯৯২ পর্যন্ত। এরশাদ সামরিকজান্তা বিরোধী ছাত্র আন্দোলনে রেখেছেন সার্বক্ষণিক ভূমিকা। বর্তমানে জাতীয় রাজনীতিতে ফ্যাসিবাদ ও সা¤্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করতে সক্রিয়। তিনি জাতীয় মুক্তি কাউন্সিল-এর সম্পাদক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)-এর সভাপতি। ২০১৯-এর ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও এর বিস্তার ঘটে। ভেঙে পড়ে জনগণের স্বাভাবিক জীবন। অজানা, অচেনা নভেল করোনা ভাইরাসে মানুষের আক্রান্ত হওয়া-মৃত্যু, জনগণের অসহায় অবস্থা, চারদিকে ভয়াবহ আতংক, চিকিৎসার অব্যবস্থাপনা, সরকারের মন্ত্রীদের দায়িত্বহীন বক্তব্য, কোভিড-১৯ মোকাবেলায় জনগণকে সম্পৃক্ত না করে আমলা-ব্যবসায়ী নির্ভর সরকারি নীতি, লক ডাউনে বিপর্যস্ত জনজীবন, চিকিৎসকদের অসহায় মৃত্যু, নিঃসঙ্গতা, প্রিয়জন আত্মীয়-স্বজনের জীবনাবসান প্রভৃতি ঘাত- প্রতিঘাতে এসময়কালে লেখা কবিতাগুলো নিয়ে প্রকাশিত হলো বর্তমান কবিতা সংকলন ফিরে যাচ্ছে মেঘ। প্রকাশিত অন্যান্য কাব্য গ্রন্থ : তোমার ছায়ার কথা কে না জানে (২০০১, কবি রহমান মাসুদের তোমার শাসন চাই-এর সাথে যুক্তগ্রন্থ), দুহাতে অসহ্য আগুন (২০০১), জেগে ওঠো তুমি মানুষ (২০১৯)।