সেই নিশ্চিন্তপুর। সেই মুশফিক ওরফে মশা। মাঝ রাতে শহরে স্কেটবোর্ডে ভেসে বেড়ায় কে? রহস্যের গন্ধ শুঁকে হাজির হয়েছে খিজির আলী! কিন্তু রহস্য কোথায়? রঞ্জুমামাও হাজির। মামা-ভাগ্নে টের পাচ্ছে কোথাও কিছু রহস্য দানা বাঁধছে। কিন্তু খুঁজে পাচ্ছে না কিছুই। গভীর রাতে শহরে তুষারপাত হচ্ছে আবার সেটা উধাও হয়ে যাচ্ছে। নিরানন্দপুরের সাথে বার্ষিক ফুটবল খেলার আয়োজন। বরাবরের মতো এবারও নিশ্চিন্তপুর হারবে? ওসি আজমতও টের পাচ্ছে গোলমাল আছে। কিন্তু গোলমালটা কিসের? রঞ্জুমামা আর মুশফিক আবারও এক রহস্যের জালে আটকে গেল। শহরে অদ্ভুত সব কাণ্ডকারখানার পেছনে কে দায়ী! ‘অদ্ভুতুড়ে বইঘর’-এর পর, ‘অদ্ভুতুড়ে অতিথি’ নিয়ে বিপাকে নিশ্চিন্তপুর। উদ্ধার করবে কে? শরীফুল হাসান-এর শিশু-কিশোর সাহিত্যে ফ্যান্টাসি, রহস্য আর রম্যের ছোঁয়ায় নতুন উপন্যাস ‘অদ্ভুতুড়ে অতিথি’। কাহিনী সংক্ষেপ সেই নিশ্চিন্তপুর। সেই মুশফিক ওরফে মশা। মাঝ রাতে শহরে স্কেটবোর্ডে ভেসে বেড়ায় কে? রহস্যের গন্ধ শুঁকে হাজির হয়েছে খিজির আলী! কিন্তু রহস্য কোথায়? রঞ্জুমামাও হাজির। মামা-ভাগ্নে টের পাচ্ছে কোথাও কিছু রহস্য দানা বাঁধছে। কিন্তু খুঁজে পাচ্ছে না কিছুই। গভীর রাতে শহরে তুষারপাত হচ্ছে আবার সেটা উধাও হয়ে যাচ্ছে। নিরানন্দপুরের সাথে বার্ষিক ফুটবল খেলার আয়োজন। বরাবরের মতো এবারও নিশ্চিন্তপুর হারবে? ওসি আজমতও টের পাচ্ছে গোলমাল আছে। কিন্তু গোলমালটা কিসের? রঞ্জুমামা আর মুশফিক আবারও এক রহস্যের জালে আটকে গেল। শহরে অদ্ভুত সব কাণ্ডকারখানার পেছনে কে দায়ী! ‘অদ্ভুতুড়ে বইঘর’-এর পর, ‘অদ্ভুতুড়ে অতিথি’ নিয়ে বিপাকে নিশ্চিন্তপুর। উদ্ধার করবে কে? শরীফুল হাসান-এর শিশু-কিশোর সাহিত্যে ফ্যান্টাসি, রহস্য আর রম্যের ছোঁয়ায় নতুন উপন্যাস ‘অদ্ভুতুড়ে অতিথি’।
শরীফুল হাসানের জন্ম ময়মনসিংহ শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। থৃলার সাহিত্যের প্রতি অনুরাগ থেকে লেখালেখির জগতে পদার্পন। অনুবাদ দিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তিতে লিখেছেন সাম্ভালা টৃলোজি (সাম্ভালা, সাম্ভালা দ্বিতীয় যাত্রা, সাম্ভালা শেষ যাত্রা), ঋভু, আঁধারের যাত্রী এবং কালি ও কলম ২০১৬ শিশু ও কিশোর সাহিত্যে পুরষ্কারপ্রাপ্ত অদ্ভূতুড়ে বইঘর। এছাড়া বেশ কিছু গল্পসঙ্কলনে প্রকাশিত হয়েছে তার একাধিক ছোটগল্প। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন।