মার্টিন ফ্যালোন একজন কিংবদন্তির নাম। আইআরএ-তে যোগ দেয়ার পর থেকে উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশদের সাথে লড়াইয়ে তাঁর প্রতিভা আর দক্ষতার পরিচয় দিয়ে তরতর করে উপরে উঠে অর্গানাইজেশনের নেতৃত্বে চলে আসে সে। তারপর থেকে উলস্টার এবং ইংল্যান্ডের এপাশ থেকে ওপাশ পর্যন্ত তাকে তাড়িয়ে নিয়ে ফেরে শত্রুর দল। পরবর্তী সময়ে জেল থেকে পালিয়ে স্বেচ্ছানির্বাসনে চলে যায় ফ্যালোন। লেখালিখি আর বোতলের আড়ালে লুকিয়ে ফেলে নিজেকে। কঠিন এবং নিষ্ঠুর অতীতকে পেছনে ফেলতে পেরেছে ভেবে স্বস্তির নিঃশ্বাসও ফেলেছিল। ভুল ভেবেছিল সে। আইআরএ আবারো সাহায্য চায় মার্টিন ফ্যালোনের। অর্গানাইজেশনের উলস্টার শাখার লিডার প্যাট্রিক রোগানকে পুলিশ তুলে নিয়ে গেছে। আইআরএ চায়, ফাঁসিতে ঝোলানোর আগেই যেভাবে হোক রোগানকে জেল থেকে বের করে আনতে হবে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু যেই মাত্র সদ্য বের হওয়া রোগান অর্গানাইজেশনের নামে জঘন্য একটা খুন করে বসল, ফ্যালোনের উদ্ধার অভিযান, যারা আয়ারল্যান্ডের প্রকৃত স্বাধীনতা চায় আর যারা সেটাকে পুঁজি করে ক্ষমতার স্বপ্ন দেখে তাদের মধ্যে প্রাণঘাতী এক সংঘর্ষে রূপ নিল। ফ্যালোন কি পারবে নিজের ভেতরে ঘুমিয়ে থাকা সেই কিংবদন্তিকে জাগিয়ে তোলে আইআরএ-কে আগের অবস্থায় ফিরিয়ে আনতে?