কবিতা-জীবনের অংশ। কবিতা ছাড়া মানুষ, মানুষ বাদে কবিতা হয়? কবিতা জীবনকে যত কাছ থেকে দেখতে পারে, সাাহিত্যের অন্য কোনো মাধ্যম তেমনটি পারে কী? কবিতা যা বলতে পারে, করতে পারে এমনটি অন্য কোনো শাখা পারে কিনা এটা দার্শনিক প্রশ্ন। দার্শনিকদের হাতেই ছেড়ে দিই এর মিমাংসার ভার। কবিতার গ্রাম কাব্যতাগ্রন্থে গ্রাম-বাঙলার অপার প্রাকৃতিক-সৌন্দর্য, সমুদ্রের বিশালতা, নদীর সঙ্গে প্রেম, উড়ন্ত মেঘের খেলা, পাখির গান শোনা যায়। গ্রন্থে ভাষা-আন্দোলন, মুক্তিযুদ্ধ, সামাজিক বৈষম্য, শোষণ-মুক্তিরগান প্রতিধ্বনি হয়েছে। রাষ্ট্র ও জনগণের দূরত্ব, গণ-মানুষের জাগরণ ও বিপ্লবের স্বপ্নে বিভোর কবিতা। আধুনিকতা ও সমাজ পরিবর্তন যেন জমজ সহদর। কবিতা ঘুরে দাঁড়িয়েছে অশুভ শক্তির বিরুদ্ধে। মানবতাহীন জীবন অচল আধুলির মতো। কবিতার প্রতিবাদী কণ্ঠ স্বোচ্ছার। একজন যুদ্ধাপরাধীর চাঁদ-ভ্রমণ নিয়ে ব্যঙ্গ, নির্মম বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বিষয় গ্রন্থে স্থান করে নিয়েছে। গ্রাম থেকে শহরের ইট-কাঠ-পাথর কবিতার চোখ এড়ায়নি। নিগ্রোদের ওপর বর্ণবাদী আক্রমণের বিরুদ্ধে কবিতা প্রচণ্ড প্রতিবাদী। বুক সাদা দোয়েল, শালিকের ডাক, টিয়ার লাল ঠোঁটের স্পর্শ, ময়না ও ঘু ঘু-র মধুর ডাক কবিতায় রৌদ্রের মতো ঝরেছে। আবার বকুল, শিমুল, রক্তজবা কবিতার প্রাণ ছুঁয়েছে। ধনি-গরিবের বৈষম্য, নারী-স্বাধীনতা, শোষিতের শৃঙ্খল-মুক্তি, জনগণই রাষ্ট্রের মালিক, সমাজতন্ত্র মুক্তির পথ গ্রন্থে তার প্রকাশ হয়েছে। কবিতার গ্রাম কাব্যগ্রন্থটি সৃষ্টিশীলতার নির্যাস।
Mohammad Ali Mohammad Ali Was born at the village Botibondh, Upo-ZillaBalabo, Dist- Narsingdhi in 1966. He is the fifth child of Md. Abdul Majid. He received his School education from Narayanpur Sharafat Ullah High School, Balabo, Narsingdhi and completed HSC from Haji Asmat College, Bhairab. Kishorganj. He completed Graduation and Masters in English from the University of Dhaka. He also has completed Diploma in Education from IER, DU and M. Ed from Ahsanullah University of Science & Technology, Dhaka. He joined Education Cadre in 1998 through 17th BCS. In 2009 he WaS a Warded a government scholarship and studied at University of Canterbury, New Zealand and completed Post Graduate Diploma in Education and M. Ed in ELT. Besides this, in 2003 he attended a training program. On *Teacher Education Curriculum in the same university. In 2012 his research book on English language Assessment at the secondary level in Bangladesh was published by Lambert Publishing House from Germany. AS an ELT ReSearcher and professional ELT Trainer, he has attended many training programs at home and abroad. Moreover, he has attended many national and international Seminars/ conferences. He has visited New Zealand, Australia, Singapore, Malyasia, UK and Saudi Arabia. He Writes on National Dailies on educational issues. He is the coWriter of Communicative Grammar (9-10) of NCTB, MoE and material writer for NCTB. BRAC, British Council, and Development Projects of the government. Currently he is an Associate Professor of English and Ph D Fellow, Department of English, Jahangirnagar University.