আসসালামু আলাইকুম বন্ধুরা, আচ্ছা, তোমাদের কি গল্প শুনতে ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। আর যেমন গল্প শুনতে ভাল লাগে, তেমনি ভালো লাগে গল্প শোনাতেও। আচ্ছা, তোমরা কী ধরনের গল্প পছন্দ করো? নিশ্চয়ই সত্য গল্প। তাই না? মাশাআল্লাহ! আমিও তোমাদেরকে আজ সত্য গল্পই শোনাব ইনশাআল্লাহ। আচ্ছা, বানিয়ে বানিয়ে গল্প বলা কি ঠিক? একদম না। কেন উচিত নয় বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ। বানিয়ে গল্প বলা মিথ্যার শামিল। আর মিথ্যা তো মহাপাপ। আমরা কি পাপী হতে চাই? মোটেও না। তাই আজ আমরা সত্য গল্প শুনব। সত্য গল্প নামটা আসতেই মাথায় এলো, তোমাদেরকে নবিদের গল্প শোনাই। যে গল্প আমাদের সত্য পথে নিয়ে যাবে। তাই না বন্ধুরা? যেখানে মিথ্যার একটি বালুকণাও থাকবে না।br তাহলে এক এক করে শোনা যাক সব সত্য গল্প। কিন্তু বন্ধুরা, গল্পগুলো শুধু শুনলেই হবে না, গল্পের কথাগুলো আমাদের জীবনে আনতে হবে। সে অনুযায়ী জীবন সাজাতেও হবে। পারবে তো বন্ধুরা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তোমাদের তৌফিক দিন। তাহলে এক এক করে শুরু করছি দুনিয়ার সেরা সব সত্য গল্প। যে গল্প বদলে দিবে আমাদের। ভালো করে পড়ো কিন্তু। - তোমাদের বন্ধু রিয়াজ মোরশেদ সায়েম
ছোটোবেলা থেকেই গল্প শুনতে শুনতে একসময় গল্প বলার ভাষাটা রপ্ত করে নিলাম। স্কুলে পড়ার সময় ব্যাংকার হতে চেয়েছিলাম। চেয়েছিলাম অঢেল সম্পদের মালিক হতে, কিন্তু না। হয়ে গেলাম কথার মালিক। জীবনের বাঁকে বাঁকে লক্ষ্য পাল্টে গিয়েছে। শেষমেশ সব পেশার মানুষকে আমার দিকে টেনে এনেছি, গল্প শোনাবো বলে। এই যে, আপনাকে যেভাবে আনলাম। আমার জন্ম দ্বীপ এলাকায়, যেখানে সমুদ্রের জোয়ার এসে আমাকে ছুঁয়ে দেয়। আবার ভাঁটায় গন্তব্য হারাই। বাবা ব্যবসায়ী, মায়ের পেশার শেষ নেই। কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো শিক্ষক, কখনো দরজি, কখনো গৃহিণী...। শুধু শখের জন্য লেখালেখি করি না। পেশার জন্য লিখি। ইংরেজি সাহিত্য নিয়ে পাঠ চুকিয়েছি। থ্রিলার আমার পছন্দের জনরা। সে জনরায় নিয়মিত লিখছি, চেষ্টা করছি পাঠকদের ভালো কিছু দিতে। কবিতার পথ ধরে হাঁটা শুরু করলেও থ্রিলার আমাকে তার পথে হাঁটতে বাধ্য করেছে। অন্যদিকে অনুবাদকে নিয়েছি পেশা হিসেবে। পাশাপাশি শিশুসাহিত্যও। পেশার জায়গায় লেখালেখি আমাকে দায়বদ্ধ করে তোলে। সে দায়বদ্ধতা আমাকে পাঠকমুখী করছে কিনা সে জবাব একান্ত পাঠকের...