বর্ণমালার সাথে পরিচয় একজন কোমলমতি শিশুর জীবনে প্রথম পাঠ। এর মাধ্যমে শিশু তার চারপাশের পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করে। গতানুগতিক বর্ণমালা বইয়ে A for Apple, B for Ball, C for Cat এভাবে নির্দিষ্ট কিছু শব্দ শিখে আমাদের শৈশব শুরু হয়। কিন্তু আধুনিক যুগে নিত্য নতুন প্রযুক্তি এবং বিষয়ভিত্তিক শব্দের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া যেতে পারে। এক্ষেত্রে বর্ণমালা শেখার পাশাপাশি তাদের মধ্যে অনুসন্ধিৎসু মন তৈরি হতে পারে। ছেলেবেলা থেকেই বিষয়ভিত্তিক এ সকল শব্দ শিখে শিশু কিশোরদের শব্দভাণ্ডার সমৃদ্ধ করা যায়। প্রাত্যহিক জীবনে ব্যবহৃত ও আমাদের চারপাশে ছড়িয়ে থাকা পরিবেশের নানা উপাদান নিয়ে আমার এই ক্ষুদ্র প্রয়াস ‘বর্ণমালায় বিজ্ঞান ও প্রযুক্তি'। এই বইয়ে একদিকে যেমন বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি-এ ধরনের বিষয়ভিত্তিক শব্দের সাথে পরিচয় করে দেয়া হয়েছে তেমনি ডেভেলপমেন্ট, ইকোনমিক্স, রোবটিক্স ও প্রোগ্রামিং এর মত আধুনিক ও সময়োপযোগী শব্দমালা যোগ করা হয়েছে। যেমন B for Bluetooth, C for Climate D for Drone I এ শব্দগুলো বিভিন্ন বিষয়ে শিশু কিশোরদের সমসাময়িক বিষয় সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি করবে। এ প্রচেষ্টার লক্ষ্য প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানপিপাসু মনোভাবকে জাগিয়ে তোলা। শিশুদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করে তোলার অন্যতম উপায় হলো তাদের কৌতূহল সৃষ্টিতে আনন্দদায়ক শিক্ষা উপকরণ সরবরাহ করা। এ লক্ষ্য নিয়েই এই বইটি প্রকাশ করা হয়েছে। বইটি প্রকাশের ক্ষেত্রে আমাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার সহকর্মী জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, শেখ এহসান উদ্দীন ও অতীশ সরকারকে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আবরার মাহমুদ হাসানকে, যিনি প্রচ্ছদটি করেছেন। বইটি পাঠের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সামান্যতম উপকারে আসলেও এ প্রচেষ্টা সার্থক হবে মর্মে আমার বিশ্বাস।