অভীক দত্তের প্রথম উপন্যাস সমগ্রে থাকছে চারটি উপন্যাস। বিষয়বস্তু? ১) অন্তবিহীন- বাণী মিত্র ভেলভেট প্রোডাকশানের সর্বময় কর্ত্রী। সিরিয়াল জগতের রাণী। তার ছেলে বুবকা ভালবাসে তার চেয়ে বারো বছর বড় বৈভবীকে৷ বাণী মিত্রের কিছুতেই পছন্দ নয় সেটা৷ তারপর কী হয়? ২) অসময়ের বৃত্তান্ত- আদিত্যর শালী ঝুমকি হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেল ভিন ধর্মের এক ছেলের সঙ্গে পালিয়েছে ঝুমকি। কী হল মেয়েটার? ৩) নীল কাগজের ফুল- যে ছেলেটার সঙ্গে বিয়ে হবার কথা কয়েক দিন পরে, সে ছেলেটা হঠাৎ চলে গেল এক্সিডেন্টে। এদিকে বাড়ি থেকে ক্রমাগত জিনিয়াকে চাপ দিয়ে যাওয়া হচ্ছে বিয়ে করার জন্য। বিয়ে তাকে করতেই হবে। ভুলতে হবে প্রাক্তনকে। জিনিয়া ঠিক কী করবে? ৪) শেষের পরে- মামার বাড়ি বেড়াতে এসে স্বামীকে খুন হতে দেখল মেয়েটা। অনার কিলিং? হতে পারে আদৌ? ‘অন্তবিহীন' অভীকের দ্বিতীয় প্রকাশিত উপন্যাস। 'আজ শ্রাবণের আমন্ত্রণে' এবং 'খেলা যখন ছিল' লিখতে শুরু করে অভীক দীর্ঘ সময় সে উপন্যাস দুটি লেখা বন্ধ করে ‘অন্তবিহীন' লেখা শুরু করেছিলেন। অভীকের লেখালেখি ভীষণই আনপ্রেডিক্টেবল। বহু উপন্যাস মাঝপথে লিখে বন্ধ করে বহুদিন পরে শেষ করেছেন অভীক। ‘অন্তবিহীন', 'নীল কাগজের ফুল' এবং 'শেষের পরে' অবশ্য সেই পদ্ধতিতে রচিত হয়নি। এই তিনটি উপন্যাসই অভীক একটানা লিখে শেষ করেছেন। উল্টোদিকে 'অসময়ের বৃত্তান্ত' উপন্যাসটি শেষ হতে সময় লেগেছে। অভীকের কথানুযায়ী, আগে ভাগে ভেবে তিনি কোন লেখা শুরু করেন না। লিখতে লিখতেই সে উপন্যাসের গতিপ্রকৃতি ঠিক হয়। তার নিজের অত্যন্ত প্রিয় চারটি উপন্যাস স্থান পেল অভীকের প্রথম উপন্যাস সমগ্রে। আশা করা যায়, এই বইটি পাঠকের ভালো লাগবে।
জন্ম ১০ই অক্টোবর ১৯৮৫। মফস্বল শহর অশোকনগরে বেড়ে ওঠা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে । ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল। লেখার নেশা জাঁকিয়ে বসে কলেজে পড়াকালীন। কলেজে পড়াকালীন ‘আদরের নৌকা' লিটল ম্যাগ প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বই ২০০৮ সালের বইমেলাতে প্রকাশিত হয়, ‘এক কুড়ি গল্প'। পরবর্তী কালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া। ফেসবুকে অভীক একটি পেইড গ্রুপে সারাবছর ধরে লেখেন, যেখানে পাঠকেরা বছরে একটি নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে লেখকের লেখা পড়েন। তার লক্ষ্য, বাংলাভাষায় লিখে একটি ‘সেকেন্ড ইনিংস হোম' এবং পথশিশুদের জন্য বিদ্যালয় গড়া গান গাইবার পাশাপাশি ঘুরতে, ফটোগ্রাফি করতে ভালবাসেন লেখক।