শেখ মুজিব। বাঙালির ঘরে সাধারণ একটি নাম। এই সাধারণ নামের আড়ালে আমরা পেয়েছি অসাধারণ এবং অসামান্য এক ব্যক্তিত্বকে, যিনি সারা জীবনের সাধনায় নিজেকে স্থাপন করেছেন আকাশ সমান উচ্চতায় এবং শোষিত-বঞ্চিত নিপীড়িত একটি জাতিকে দিয়েছেন মুক্তির ঠিকানা তাঁর শৈল্পিক নেতৃত্বে চিরদিনের সেই জাতি ১৯৭১ সালে ন'মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অর্জন করেছে স্বাধীনতা ; স্বাধীন বাঙালি বিশ্বসভায় দৃঢ় প্রত্যয়ে ঘোষণা করেছে "উন্নত মম শির।" স্বাধীনতার আগেই বাঙালি তাকে বিভূষিত করেছে বঙ্গবন্ধু বলে। বাঙালির দীর্ঘকালের লড়াই-সংগ্রামের ইতিহাস এবং বাংলাদেশের গৌরবদীপ্ত রাজনীতির গায়ে শিল্পসুষমা যুক্ত করে মহাকাব্যিক ব্যাপ্তি এনে দিয়েছেন যে অমর কবি, তাঁর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির সহস্র বছরের জীবনাচার থেকে তিনি পাঠ নিয়েছেন সহমর্মিতা ও সহযোগিতার, সম্প্রীতি ও সৌহার্দ্যের, সংগ্রাম ও বিদ্রোহের। তাই বঙ্গবন্ধু আর বাংলাদেশ অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা পড়েছে সবার দৃষ্টির অলক্ষ্যে; বাংলার সবুজ শ্যামলিমা বুকের গভীরে ধারণ ও লালন করেই তিনি ধীরে ধীরে হয়ে উঠেছেন বাঙালির সব চেয়ে আপনজন। বঙ্গবন্ধু আর বাংলাদেশকে আজ আর পৃথকভাবে পাঠ করার অবকাশ নেই। কথাসাহিত্যিক রফিকুর রশীদের দুই শতাধিক গল্পের ভেতর থেকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সাধারণ মানুষের জীবনচিত্র প্রতিফলিত হয় এ রকম প্রতিনিধিত্বশীল ২০টি নির্বাচিত গল্প নিয়ে খড়িমাটির নিবেদন বঙ্গবন্ধু ও বাংলাদেশের গল্প' আশা করি সব পাঠকের দেশাত্মবোধের দুয়ারে কড়া নাড়বেই।
রফিকুর রশীদ। জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না সেখানে। যােগ দেন কলেজ। শিক্ষকতায়। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে মেহেরপুরের গাংনী কলেজ থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন। নিভৃতে কাব্যচর্চা দিয়ে শুরু হলেও সত্তর দশকের শেষভাগে পত্র-পত্রিকায় গল্প লিখেই তাঁর আত্মপ্রকাশ সাহিত্যজগতে। দেশের উল্লেখযােগ্য প্রায় সব কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছােট-বড় সকলের জন্যে। নির্মোহ চরিত্র চিত্রণ এবং বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছােটদের জন্য লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয় বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তাে আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহলে ভরা বিচিত্র বর্ণে বর্ণিল ছােটদের নিজস্ব ভুবনের আলােকিত উপস্থাপন ঘটে চলেছে তার লেখা শিশু ও কিশাের সাহিত্যে। স্বপ্নজয়ের কথাশিল্পী রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম. নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মােহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি শিশু ও সাহিত্য সম্মাননা, কাজী কাদের নওয়াজ জন্মশতবর্ষ সম্মাননা, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, কাঙাল হরিনাথ পদক ও পুরস্কার, বগুড়া লেখকচক্র স্বীকৃতি ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্র পুরস্কার (ভরত) প্রভৃতি।